জাতিসংঘের নিরাপত্তা পরিষদের উচিত ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতে জড়িত সকল পক্ষকে প্রথমে যুদ্ধ বন্ধ করার আহ্বান জানানো, একথা বললেন, জাতিসংঘে চীনের স্থায়ী প্রতিনিধি চাং চুন। তিনি বলেন, নিরাপত্তা পরিষদকে ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতের সংশ্লিষ্ট পক্ষগুলিকে প্রথমে যুদ্ধ বন্ধ করতে "খুব কঠিন বার্তা" পাঠাতে হবে।
নিউইয়র্ক সিটিতে জাতিসংঘের সদর দফতরে বুধবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে চাং বলেন, যে সংশ্লিষ্ট পক্ষগুলোকে অবশ্যই আন্তর্জাতিক মানবিক আইন মেনে চলতে হবে, বেসামরিক লক্ষ্যবস্তুতে বোমাবর্ষণ বন্ধ করতে দৃঢ় পদক্ষেপ নিতে হবে এবং মানবিক সহায়তা সরবরাহ চালু রাখতে দিতে হবে।

তিনি বলেন, "আমাদের সংশ্লিষ্ট পক্ষগুলোকে সত্যিই যুদ্ধ বন্ধ করার জন্য, আন্তর্জাতিক আইন এবং আন্তর্জাতিক মানবিক আইন মেনে চলার জন্য এবং আশ্রয়কেন্দ্র, হাসপাতাল, স্কুলের উপর বোমাবর্ষণ এড়াতে দৃঢ় পদক্ষেপ নেওয়ার জন্য একটি অত্যন্ত জোরালো বার্তা পাঠাতে হবে। মানবিক সহায়তা পাস করার অনুমতি দেওয়ার জন্য এবং তারপরে যাদের প্রয়োজন তাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য সুনির্দিষ্ট পদক্ষেপ নিতে হবে।”

ফিলিস্তিনিদের ভবিষ্যত বিষয়ক যে কোন রাজনৈতিক সিদ্ধান্তে ফিলিস্তিনিদের সম্মতির প্রয়োজনীয়তা তুলে ধরেন চাং চুন। 
চলতি নভেম্বর মাসে নিরাপত্তা পরিষদের সভাপতি দেশ হিসেবে দায়িত্ব পালন করছে চীন। 
সূত্র: চায়না মিডিয়া গ্রুপ বাংলা।