২০শে আগস্ট, ২০২৩ চীনা কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরোর স্থায়ী কমিটি, বন্যা নিয়ন্ত্রণ এবং ত্রাণ ও দুর্যোগ-পরবর্তী পুনরুদ্ধার ও পুনর্গঠনের কাজ পর্যালোচনার জন্য, গত ১৭ আগস্ট বেইজিংয়ে এক সভায় মিলিত হয়। এতে সিপিসি’র কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও দেশের প্রেসিডেন্ট সি চিন পিং সভাপতিত্ব করেন। 

বৈঠকে বলা হয়, "জুলাইয়ের শেষ ও আগস্টের শুরু’ হচ্ছে বন্যা-নিয়ন্ত্রণ ও মোকাবিলার গুরুত্বপূর্ণ সময়। পার্টি ও সরকারের সকল স্তরের সংশ্লিষ্ট বিভাগগুলো এক্ষেত্রে কঠোরভাবে দায়িত্ব পালন করছে।  যৌথ ফায়ার রেসকিউ দল, গণমুক্তি ফৌজ, পুলিশও নিজ নিজ দায়িত্ব পালন করছে। বিভিন্ন রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ও সামাজিক শক্তি সাহসিকতার সাথে নিজেদের দায়িত্ব পালন করছে।

বৈঠকে বলা হয়, চীনে এখনও প্রধান বন্যার মৌসুম রয়েছে এবং দেশের অনেক স্থানে এখনও ঘন ঘন ভারী বর্ষণ, বন্যা, ঘূর্ণিঝড়ের মতো বিপর্যয় ঘটছে। তাই, দুর্যোগ প্রতিরোধে কোনো শিথিলতা দেখানো যাবে না। কোনো কোনো এলাকায় আবার খরা দেখা যাচ্ছে, যা হালকাভাবে নেওয়া উচিত নয়। সংশ্লিষ্ট সকল অঞ্চল, বিভাগ ও কমিউনিটিকে বন্যানিয়ন্ত্রণ ও দুর্যোগ মোকাবিলায় আরও সচেতন হতে হবে এবং সর্বদা মানুষের জানমালের সুরক্ষাকে অগ্রাধিকার দিতে হবে। 

বৈঠকে আরও বলা হয়, জরুরি উদ্ধারকাজে সংশ্লিষ্ট বিভাগগুলোকে সমন্বয়ের ভিত্তিতে কাজ করতে হবে। ত্রাণ-তহবিলের যথাযথ ব্যবহার, পুনরুদ্ধার ও পুনর্গঠনের গতি বৃদ্ধি, এবং পরিবহন, যোগাযোগ ও বিদ্যুতের মতো ক্ষতিগ্রস্ত অবকাঠামো মেরামত নিশ্চিত করতে হবে। 
সূত্র:চায়না মিডিয়া গ্রুপ।