২৮ জুলাই দুপুরে ছেংতুতে, ৩১তম ওয়ার্ল্ড ইউনিভার্সিটি গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে আসা বিদেশী অতিথিদের সম্মানে, এক মধ্যাহ্নভোজের আয়োজন করেন চীনের প্রেসিডেন্ট সি চিন পিং ও ফার্স্টলেডি ফেং লি ইউয়ান। 

প্রেসিডেন্ট সি মধ্যাহ্নভোজে বিদেশী অতিথিদের স্বাগত জানিয়ে বলেন, ছেংতু ৩১তম ওয়ার্ল্ড ইউনিভার্সিটি গেমস তারুণ্যের, ঐক্যের, ও বন্ধুত্বের মহাসম্মেলন। চীন তারুণ্যের শক্তিকে কাজে লাগিয়ে, বিশ্বের শান্তি ও উন্নয়নকে এগিয়ে নিয়ে যেতে আন্তর্জাতিক সমাজের সাথে কাজ করতে ইচ্ছুক। 

মধ্যাহ্নভোজে যোগ দেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইডোডো ও তাঁর স্ত্রী ইলিয়ানা, মৌরিতানিয়ার প্রেসিডেন্ট গাজওয়ানি, বুরুন্ডির প্রেসিডেন্ট এনদাইশমিয়ে, গায়ানার প্রেসিডেন্ট আলী, জর্জিয়ার প্রধানমন্ত্রী গ্যারি বাশভিলি, ও এফআইএসইউ’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান। সূত্র: ওয়াং হাইমান-আলিম-আকাশ,চায়না মিডিয়া গ্রুপ।