ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটির নিয়মিত চলচ্চিত্র কর্মসূচি ‘চলচ্চিত্রের বাহাস পর্ব’। মূলত চলচ্চিত্রচিন্তার বিবিধ বিষয়ে আলোচনা-তর্ক ও ভাবনা বিনিময়ের একটি তৎপরতা হলো চলচ্চিত্রের বাহাস পর্ব। আগামী ১৭ সেপ্টেম্বর ২০২২, শনিবার, বিকেল ৫টায় ‘চলচ্চিত্রের বাহাস পর্ব’-এর ৩৬তম বৈঠক অনুষ্ঠিত হবে। এই পর্বের আয়োজনে বেলায়াত হোসেন মামুনের চলচ্চিত্রগ্রন্থ ‘স্বাধীন চলচ্চিত্র আন্দোলনের ইশতেহার’ এর পাঠ- পর্যালোচনার পটভূমিতে আলোচনার শিরোনাম ‘চলচ্চিত্রের মুক্তির যুদ্ধ ও বাংলাদেশের স্বাধীন চলচ্চিত্র’। বাংলাদেশের চলচ্চিত্রের বন্দিদশা, চলচ্চিত্র সংস্কৃতির শৈশবকাল, বিবিধ আইন-নীতিমালা ও বিধির কারাগারের দেয়ালে পাথর খোদাই হস্তলিপির পাঠোদ্ধারে সমৃদ্ধ একটি চলচ্চিত্রগ্রন্থ ‘স্বাধীন চলচ্চিত্র আন্দোলনের ইশতেহার: বাংলাদেশের চলচ্চিত্রের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ’-যা সংক্ষেপে ‘স্বাধীন চলচ্চিত্র আন্দোলনের ইশতেহার’ নামে বহুলভাবে পঠিত হচ্ছে। এই বইটি বাংলাদেশের চলচ্চিত্র সাহিত্যের ইতিহাসে একটি ব্যতিক্রম গ্রন্থ। বইটিতে লেখক তাঁর নিজস্ব বিচার ও বিশ্লেষণে বাংলাদেশের চলচ্চিত্রের সামগ্রিক চিত্র উপস্থাপন করেছেন, এই পরিস্থিতির কারণ অনুসন্ধান করেছেন, সামগ্রিক সাংস্কৃতিক মানের অতল পরিস্থিতির উন্নয়নে বুনিয়াদি প্রস্তাবনার পাশাপাশি উপস্থাপন করেছেন স্বাধীন চলচ্চিত্র ও স্বাধীন চলচ্চিত্র আন্দোলনের রূপরেখা। যা কার্যত বাংলাদেশের চলচ্চিত্রচিন্তায় নতুন স্বর ও তৎপরতার ঘোষণা। ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটি এই গ্রন্থের পাঠ-পর্যালোচনার পাশাপাশি বাংলাদেশের চলচ্চিত্রের সামগ্রিক মুক্তির বিষয়ে আলাপে আগ্রহী। আর তাই ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটির নিয়মিত কর্মসূচি চলচ্চিত্রের বাহাস পর্বের ৩৬তম বৈঠকের বিষয় ‘চলচ্চিত্রের মুক্তির যুদ্ধ ও বাংলাদেশের স্বাধীন চলচ্চিত্র’। এই আয়োজনে নির্ধারিত সম্মানিত আলোচকবৃন্দ ‘স্বাধীন চলচ্চিত্র আন্দোলনের ইশতেহার’ গ্রন্থের পাঠ-পর্যালোচনার পাশাপাশি উপস্থাপন করবেন বাংলাদেশের চলচ্চিত্রের মুক্তির পথ ও দেশের স্বাধীন চলচ্চিত্র বিষয়ে তাদের চিন্তশীল বক্তব্য। আয়োজনে আলোচনা করবেন চলচ্চিত্র নির্মাতা ও স্থপতি এনামুল করিম নির্ঝর, চলচ্চিত্র নির্মাতা ও লেখক নুরুল আলম আতিক, চলচ্চিত্র নির্মাতা শবনম ফেরদৌসী ও লেখক ও সাংবাদিক ফিরোজ আহমেদ। আয়োজনে সভাপতিত্ব করবেন ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটির সভাপতি, লেখক ও চলচ্চিত্র নির্মাতা বেলায়াত হোসেন মামুন। আয়োজন সঞ্চালনা করবেন ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটির সাধারণ সম্পাদক চলচ্চিত্র নির্মাতা অদ্রি হৃদয়েশ। ‘চলচ্চিত্রের বাহাস পর্ব’- এর ৩৬তম বৈঠক অনুষ্ঠিত হবে ঢাকার কাঁটাবনের পাঠক সমাবেশে। আয়োজনটি সকলের জন্য উন্মুক্ত থাকবে।