জাহেদ শরীফ ঃ বাংলাদেশী আমেরিকান আর্টিস্ট ফোরামের উদ্যোগে, ফোরামের শিল্পীদের অংশগ্রহণে, দুই সপ্তাহব্যাপী প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠান হয়ে গেল সম্প্রতি । নিউইয়র্কের জ্যামাইকা কালচার অ্যান্ড আর্টস লার্নিং এর গ্যালারিতে উৎসাহ-উদ্দীপনাময় উদ্বোধনী অনুষ্ঠানে শিল্প-সংস্কৃতিসেবী, কবি-সাহিত্যিক,বুদ্ধিজীবী, সাংবাদিকসহ বিপুল সংখ্যক আমেরিকান প্রবাসী বাংলাদেশী ছাড়াও মূলধারার বেশ কয়েকজন বিশেষ অতিথির উপস্হিতিতে এই প্রদর্শনীর উদ্বোধন করেন ইউনিভার্সিটি অফ নিউ অরলিন্স এর এমেরিটাস অধ্যাপক ও ভূ-বিজ্ঞানী ড, মোস্তফা সরওয়ার । তিনি বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপিঠ ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশে অন্যান্য বিশ্ববিদ্যালয় থেকে চিত্রকলা'র উপর সর্বোচ্চ ডিগ্রীধারী মেধাবী ও মননশীল শিল্পীদের শিল্পকর্মের গৌরবজনক অবস্থান স্বচক্ষে দেখে বিমোহিত হন । প্রদর্শনীতে অংশনেয়া বাংলাদেশের এইসব কীর্তিমান শিল্পীদের শিল্পকর্মের উপর ওয়ার্কসপ ও সেমিনার করবার উপর গুরুত্ব দেন । জনাব সরওয়ার নিউইয়র্ক এবং যুক্তরাষ্ট্রে অবস্থানরতঃ চারুশিল্পী ও অন্যান্য শিল্পীদের আরও বেশি শিল্পকর্মের প্রদর্শনীর ব্যবস্থা চালু রাখার জন্য অনুরোধ করেন এবং চারুকলার বিভিন্ন স্তরের আদানপ্রদান ও যোগাযোগ রক্ষা করার আহবান জানান ।
চারুশিল্পী সৈয়দ আজিজুর রহমান (তারিফ ) -এর সুচারু উপস্থাপনায় অন্যান্যদের মধ্যে নিউইয়র্ক সিটি ইউনিভার্সিটির অধ্যাপক ড: এহসান পাটওয়ারী , সিটি ইউনিভার্সিটি অফ নিউ ইয়র্ক, বোর্ড অব এডুকেশন, নিউইয়র্ক এবং মূলধারার এ্যাক্টিভিস্ট জনাব মোর্শেদ আলম। অংশগ্রহনকারী আর্টিস্টদের মধ্যে আরও বক্তব্য রাখেন আর্থার আজাদ, আলমা লিয়া, প্রমূখ । প্রদর্শনীর উন্মুক্ত পর্বে ছিল নাট্যশিল্পী শীতেশ ধর চমৎকার পরিবেশনায় বাংলাদেশের লোকজ সংস্কৃতির অংশ বাংলাদেশি ঢোল বাদন এবং প্যাট্রিক রোজারিওর মন্দিরার সংঙ্গত সবার দৃষ্টি আকর্ষণ করেছে ।
যুক্তরাষ্ট্রের বাংলাদেশি আমেরিকান আর্টিস্ট ফোরামের সভাপতি শিল্পী আর্থার আজাদ,কমিটির সম্পাদক বিশ্বজিৎ চৌধুরীসহ আর্টিস্ট ফোরামের প্রায় চল্লিশজন সদস্যের আয়োজনে এবারের প্রদর্শনী নিউইয়র্ক আর্ট সেন্টারের (জ্যামাইকা সেন্টার ফর আর্টস এন্ড লারনিং সেন্টার) গ্যালারীতে সাজানো প্রদর্শিত প্রত্যেকের শিল্পকর্ম অত্যন্ত যত্নের সঙ্গে উপস্থাপিত হয়েছে । যুক্তরাষ্ট্রে অবস্থানরতঃ ৩৪ জন মেধাবী বাংলাদেশি আর্টিস্টদের অংশগ্রহন প্রদর্শনীকে সাড়ম্বর এবং বিশিষ্ট করে তুলেছে ।
প্রতিটি শিল্পকর্মের প্রেজেন্টেশন ও শিল্প বিন্যাস সুচারু দক্ষতায় গ্যালারির দেয়ালে এবং টেবিলে চমৎকারভাবে টানানো হয়েছে । প্রদর্শনীতে যোগদাকারী বিশিষ্টজনের দ্বারা প্রদীপ প্রজ্জলনের এক অনুপম ব্যবস্থাটিও ছিল সবার কাছে দৃষ্টিনন্দন । যাদের চিত্র ও শিল্পকর্ম জ্যামাইকার আর্ট সেন্টারে শোভমান তারা হলেন, আর্থার আজাদ, আলমা লিয়া, আজমির হোসেন প্রতিষ্ঠাতা সদস্য , বশিরুল হক,বিশ্বজিৎ চৌধুরী প্রতিষ্ঠাতা সদস্য ,দিনা জামান,ফারহানা ইয়াসমিন,কে. সি.মং, কায়সার কামাল প্রতিষ্ঠাতা সদস্য ,কানিজ হুসনা আকবরী, কাউসার ফেরদৌসী, কাজি রকিব, লায়লা আনজুমান আরা (ছোটলি), মতলুব আলি, মোহাম্মদ টোকন, মাসুদউল আলম, মাসুদা কাজি, মোহাম্মদ হাসান(রোকন) প্রতিষ্ঠাতা সদস্য , মুস্তফা.টি. আরশাদ, নুরুল হক মিনু, নাজ হোসেন পলি, রুদ্র মোহাম্মদ আয়ূধ জাহাঙ্গীর, সাইদ. এ রহমান, সাজেদা সুলতানা, মোহাম্মদ সাইফুল হাসান, শামীম সুব্রানা, সালমা কানিজ, শামিম এ. রহমান,সুজিত কুমার সাহা, তাজুল ইমাম,তারিক জুলফিকার, তাসনুভা রহমান, ওয়াহিদ আজাদ, জেবুনন্নেসা কামাল।প্রতিদিন দুপুর বারোটা থেকে রাত আটটা পর্যন্ত প্রদর্শনী (গ্যালারি)সকলের জন্য উন্মুক্ত থাকবে ।
এছাড়া আগামী শনিবার এবং ১০-১৫- ২০২২ কবিতা ও গানে শিল্পের উদজাপন এবং পরের শনিবার ১০ -২২ -২০২২ প্রদর্শনীর উন্মুক্তমণ্চে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থায় সমাপনী রয়েছে এবং বিকাল ৩:০০ টায় প্রদর্শীত হবে ড:নাসরিন ইসলাম নির্মিত ডকুমেন্টরী ‘রঙতুলিতে মুক্তিযুদ্ধ’