ভালো নেই পৃথিবী
রফিক সেলিম
ভালো নেই পৃথিবী, পৃথিবীর মানুষ ....
ভালো নেই মাটি, পানি , বৃক্ষরাজি,
সবটুকু ভালো কেড়ে নিয়েছে দো'পায়ে দানবেরা !
পৃথিবীটা এখন আস্ত একটা দানবের খোয়ার ,
দন্তে, নখে , হিংস্রতায় বাড়ছে দিনকে দিন !
ভালো নেই পৃথিবী, পৃথিবীর আকাশ ,
ভালো নেই বাতাস , চন্দ্র, তারা !
দানবের কামড়াকামড়ি আর হিংস্র থাবা
দিনে দিনে পৌঁছে গেছে গ্রহান্তরের কোণায় কোণায়!
ভালো নেই পৃথিবী , পৃথিবীর ফুল- পাখি,
ভালো নেই এ জগতের কোনোকিছুই,
এখন আর আগের মতো পাখির সুরে
হিন্দোলিত হয় না নদীজল , সাগরতল !
ফুলের সুবাসে মন ভরে না প্রেমিকযুগলের,
পূর্ণিমার শুক্লাদ্বাদোশীর চাঁদের আহ্বানে
ঘরের বাইরে যেতে সাহস পায় না মানুষেরা,
সেখানে যে দানবের ভারি জ্বালাতন!
ভালো নেই সেই ভালোর পৃথিবী , পৃথিবীর বিবেক....
সবকিছু এখন খারাপের দখলে,
এখন চলছে শুধু ভাঙনের খেলা,
সত্যের দিন শেষে চলছে মিথ্যার বসতি ।
ভালো নেই ভালোর পৃথিবী, ভালো নেই মানুষ,
অসত্য সুন্দর আর মিথ্যার কালো ছায়া
ধীরে ধীরে গিলে খেয়েছে ভালোর সবটুকু।
ভালো নেই পৃথিবী, কবির কবিতা- গান,
ভালো নেই ঐশী কিতাবের ঐশিরীয় বাণী।
কবির মস্তিষ্ক এখন বাসা বেঁধেছে দানবীয় শক্তি,
সময় এসেছে পৃথিবীকে বিদায় জানাবার ,
স্রষ্টার কাছে তার সৃষ্টির ভার বুঝে দেবার।