পরিশীলিত ও মনোমুগ্ধকর একটি সঙ্গীত সন্ধ্যা উপহার দিলেন নাজমুন মুনিরা ন্যান্সি। পিনপতন নিরবতায় সম্মেহিত হয়ে শ্রোতারা উপভোগ করছিলেন সঙ্গীতানুষ্ঠান। দেশে ও প্রবাসের জনপ্রিয় শিল্পী বেবি নাজনীন ও রিজিয়া পারভীন দর্শক সারিতে বসে উৎসাহ দিচ্ছিলেন ন্যান্সিকে। এক পর্যায়ে উভয়েই মঞ্চে গিয়ে বুকে জড়িয়ে তাকে আর্শিবাদ করেন। শিল্পীর জন্য শিল্পী ও সহকর্মির জন্য ভালবাসা উজাড় করে তারা যুক্তরাষ্ট্রে ন্যান্সির উপস্থিতিেিক স্বাগত জানান। রাত পৌনে ৯টা থেকে পৌনে ১১টা অবধি একের পর এক সংগীত পরিবেশন করেন তিনি। মঞ্চে পা রেখেই বলেন, কতজন দর্শকের সামনে গান গাইছি তা বড় বিষয় নয়। দেখতে পাচ্ছি বাংলাদেশের সংস্কৃতি প্রিয় সংগীত পিপাসুদে ও সরব উপস্থিতি। আমেরিকায় এটিই আমার প্রথম সংগীত সন্ধ্যা। প্রথমবার আমেরিকার মাটিতে পর্দাপন। আমার উপস্থিতি আপনারদের ভালোবাসার অংশ হয়ে থাকবে। রোববার শোটাইম মিউজিকের উদ্যোগে আয়োজিত জামাইকাস্থ ম্যারি লুইস একাডেমিতে এ অনুষ্ঠানে কমিউিনিটির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ন্যান্সিকে স্বাগত জানান ও সংগীতে তার অবদানের জন্য প্রশংসা করেন।
বক্তাদের মধ্যে ছিলেন অনুষ্ঠানের টাইটেল স্পন্সর বিশিষ্ট রিয়েল এস্টেট ব্যবসায়ী নুরুল আজিম, বেলাল চৌধুরী প্রেসিডেন্ট এন্ড সিও ফোর স্টার ইম্পোর্ট, বেলাল হোসেন, প্রেসিডেন্ট বাংলা ট্রাভেলস, মোহাম্মদ হোসেন জামিল, প্রেসিডেন্ট বেঙ্গল হোম কেয়ার, গ্র্যান্ড স্পন্সর রন হক, সিইও টপ টি, মেয়রের এশিয়া বিষয়ক উপদেষ্টা ফাহাদ সোলায়মান, কুইন্স ডেমোক্র্যাটিক ডিস্ট্রিক্ট লিডার এট লার্জ এটর্নি মঈন চৌধুরী, আলমগীর খান আলম, আকবর হায়দার কিরন, হাসান জিলানী,বিশিষ্ট ব্যবসায়ী রেদওয়ান হক, ইঞ্জিনিয়ার আব্দুল খালেক, সিপিএ চিশতি,আবুল কাশেম।
পরিশীলিত ও মনোমুগ্ধকর একটি সঙ্গীত সন্ধ্যা উপহার দিলেন ন্যান্সি
প্রকাশিত: ২৪ এপ্রিল, ২০২৫, ০৪:৪২ পিএম

আন্তর্জাতিক রিলেটেড নিউজ

নির্বাচনী পরিবেশ নিবিড়ভাবে মনিটরিং করছে যুক্তরাষ্ট্র, রাষ্ট্রদূতের কাজের প্রশংসা

One Year of VOA Coverage of Russia’s Invasion of Ukraine

রিপাবলিক অব আয়ারল্যান্ডের ডাবলিনে তৃতীয় বইমেলা

ভিয়েতনামে বাংলাদেশ দূতাবাসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস-২০২৪ উদযাপন

দ্বিপক্ষীয় সম্পর্ককে মজবুত করতে চাই :ডমিনিকার প্রধানমন্ত্রী রুসেভেল্ট স্কেরিট

এশিয়ার জিডিপি বিশ্বের মোট জিডিপি’র ৪৯ শতাংশ হতে পারে

নতুন পরিকল্পনায় চীনের জীববৈচিত্র্যের ক্ষতিগ্রস্ত পরিবেশ পুনরুদ্ধারের উদ্যোগ

Foreign Minister Dr. A K Abdul Momen called for coordinated actions for resolution of Rohingya Crisis