ঢাকা ১০ জানুয়ারি ২০২৩:
যুক্তরাষ্ট্রের বোস্টনে বাংলাদেশি শিক্ষার্থী সৈয়দ ফয়সালের মৃত্যুকে অত্যন্ত অনভিপ্রেত, দু:খজনক এবং মানবাধিকার লঙ্ঘন বলে বর্ণনা করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, 'যুক্তরাষ্ট্রেও যে মানবাধিকার লঙ্ঘন হয় সেটা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে এই হত্যাকান্ড।'
মঙ্গলবার দুপুরে রাজধানীর কাকরাইলে তথ্য ভবন মিলনায়তনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
সম্প্রচারমন্ত্রী বলেন, 'আমি পুলিশের গুলিতে নিহত বাংলাদেশি ছাত্রের আত্মার মাগফিরাত কামনা করি। তবে যুক্তরাষ্ট্রের সরকার ইতিমধ্যেই সংশ্লিষ্ট পুলিশ অফিসারকে সাসপেন্ড করেছে, তদন্ত চলছে। আমরা আশা করি যুক্তরাষ্ট্রের আইন-শৃঙ্খলা বাহিনীর যারা এই ঘটনার জন্য দোষী, তাদের বিচার হবে।'
হাছান মাহমুদ বলেন, 'যুক্তরাষ্ট্র আমাদের বন্ধুপ্রতিম রাষ্ট্র। আমাদের দেশে যেমন মানবাধিকার যাতে লঙ্ঘিত না হয়, কেউ লঙ্ঘন না করে, সেদিকে আমরা সতর্ক দৃষ্টি রাখছি। বিশ্বময় কোথাও যেন মানবাধিকার লঙ্ঘিত না হয় সেটিও আমরা চাই।'
যুক্তরাষ্ট্রে বাংলাদেশি ছাত্র নিহত হওয়া অত্যন্ত দু:খজনক মানবাধিকার লঙ্ঘন : তথ্যমন্ত্রী
প্রকাশিত: ২৩ এপ্রিল, ২০২৫, ০৫:২১ এএম

সারাবাংলা রিলেটেড নিউজ

জীবননগরের উথলীতে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

চলে গেলেন নৃত্যশিল্পী একুশে পদকপ্রাপ্ত জিনাত বরকতউল্লাহ

National Expatriate Day celebrated at Bangladesh Embassy in Washington

জিয়ার আমলেই দেশ ছিল কারাগার -তথ্যমন্ত্রী

‘প্রেমের টানে’ গোপালগঞ্জে এসে বিয়ের পিঁড়িতে জার্মান তরুণী

Martyrdom anniversary of martyred intellectual Principal Mohsin Ali Dewan

রোকেয়া হায়দার ,আমাদের রোকেয়া আপা- হুমায়ুন কবীর ঢালী

টেকফায়োস বৈশাখী মেলা ১৪৩০