এম আব্দুর রাজ্জাক বগুড়া থেকে :
আখেরী মোনাজাত দিয়ে শেষ হলো তিন দিনব্যাপি বগুড়া জেলা ইজতেমা। শনিবার (২৪ ডিসেম্বর) বেলা সাড়ে ১২ টায় মোনাজাতে আমিন আমিন ধ্বনির মধ্যে দিয়ে ইজতেমার আনুষ্ঠানিকতা শেষ হয়েছে। ৩০ মিনিটের এই মোনাজাতে আল্লাহ যেন সকল মুসলিম উম্মার গুনাহ ক্ষমা করেন, সকলে যেন আল্লাহর পথে আসেন ও নামাজ কয়েম করেন এই কামনায় মহান সৃষ্টিকর্তার নিকট প্রার্থনা করেন আগত মুসল্লিগণ। সেই সাথে দেশ ও জাতীর কল্যাণ কামনা করেন তারা। নিজেদের আত্মশুদ্ধি, আল্লাহর সন্তুষ্টি অর্জন এবং ধর্মীয় রীতিনীতি চর্চার করার জন্য এই ইজতেমা মুসুল্লিরা সমবেত হয়েছিল।
এর আগে গত বুধবার আছর নামাজ শেষে আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয়েছিল বগুড়া জেলা ইজতেমার প্রথম পর্ব ৷ এখানে বিশ্বের ৬টি দেশ ও বগুড়া জেলার ১২টি থানার ধর্মপপ্রাণ মুসল্লিরা ইজতেমা মাঠে ইবাদত পালনের উপস্থিত হন। দিল্লির নিজামুদ্দিন মারকাজে সাদ পন্থী অনুসারীদের আয়োজনে সদরের ঝোপগাড়িতে এলাকায় এ ইজতেমা শুরু হয়েছিল।
আয়োজক কমিটি জানিয়েছেন, তিন দিনব্যাপি ইজতেমায় বিশে^র ৬টি দেশে মরক্কো, রাশিয়া, ইংল্যান্ড, ভারত, অস্ট্রেলিয়া, সৌদি আরবের মুসল্লিসহ জেলার ১২টি উপজেলার ধর্মপ্রান মুসল্লিরা উপস্থিত হয়েছিলেন। ইজতেমায় ইসলামের সুমহান বাণী, তাওহীদ তথা একত্ববাদের দাওয়াত পৌঁছে দেওয়া ও দ্বীন সম্পর্কে সবাইকে জানানোই হচ্ছে তাবলীগের প্রধান কাজ। এখানে মেহমানদের চিকিৎসা সেবার ক্যাম্প স্থাপন করা হয়েছিল। আইনশৃঙ্খলা রক্ষায় এখানে পুলিশের টিম ছিল। ইজতেমার জন্য নির্ধারণ করা এলাকায় লাগানো হয়েছিল বাঁশের খুঁটির সঙ্গে চট, কাপড়। সারিবদ্ধভাবে তৈরি করা হয়েছে রান্নার জায়গা। ছিল প্রস্রাব-পায়খানার ব্যবস্থা। এছাড়াও গোসলের জন্য ছিল ঘাট বাঁধা পুকুর।।
আখেরী মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো বগুড়ায় তিন দিনব্যাপি ইজতেমা
প্রকাশিত: ২৮ এপ্রিল, ২০২৫, ০১:৪৪ পিএম

সারাবাংলা রিলেটেড নিউজ
.jpg)
তারেক-জোবায়দার সম্পত্তি ক্রোকের নির্দেশ
.jpeg)
নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে গভীর শ্রদ্ধায় 'শহিদ বুদ্ধিজীবী দিবস' পালিত

ব্যান্ড তারকা শাফিন আহমেদ মারা গেছেন

‘ছুটির ঘণ্টা’ খ্যাত আজিজুর রহমানের প্রথম মৃত্যুবার্ষিকী

শিল্প এবং শিল্পীর সম্মান করতে বাঙালী আজ অক্ষম- কমলিনী মুখোপাধ্যায়

Bangabandhu’s “Homecoming Day” observed at Bangladesh Embassy in Washington

ফেনীর ছাগলনাইয়া সীমান্ত এলাকা থেকে ২৩ বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ

চোখে পানি, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা তামিমের