পাকিস্তানের মাটিতে বাংলা ভাষার জন্য আওয়াজ তোলা প্রথম মানুষটি কে জানেন? না তাঁর নামটা খুব বেশি মানুষ জানেন না। ওনাকে একরকম সাইড লাইন করে দেওয়া হয়েছে।

উনি হলেন ধীরেন্দ্রনাথ দত্ত। স্বাধীনতা সংগ্রামী শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত মহাশয় প্র্যাকটিস করতেন কুমিল্লা আদালতে। ওনার বন্ধু চিত্তরঞ্জন দাশের ডাকে কলেজে অধ্যাপক হন।

সেকালের শিক্ষিত পূর্ববঙ্গীয় হিন্দুদের মতন ধীরেন বাবুও দেশভাগের বিরোধী ছিলেন। কিন্তু যখন বুঝলেন যে সেটা আটকানো সম্ভব নয়, উনি নিজ মাতৃভূমি তে থেকে যাবার সিদ্ধান্ত নেন।

১৯৪৮ সালে পাকিস্তান পার্লামেন্টে বাঙালি  সদস্য হিসেবে করাচিতে উনিই প্রথম দাবী তোলেন যে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা হওয়া উচিত বাংলা।

এবং ওনার জনপ্রিয়তা ও ওনার সাংগঠনিক শক্তিকে ভয় পেয়েই জিন্নাকে মাঠে নেমে বলতে হয় যে বাংলা ভাষাকে কোনমতে রাষ্ট্রভাষা তো দূরের কথা, কোন সরকারি স্বীকৃতি দেওয়া হবে না।

১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় ওনাকে ও ওনার পুত্র দিলীপ দত্তকে তুলে নিয়ে নির্মমভাবে অত্যাচার করে হত্যা করে পাকিস্তানের খান সেনা। তখন ওনার বয়স ৮৪।

ছবিতে ১৯৫৭ এ ঢাকায় বক্তৃতা দিচ্ছেন স্বর্গীয় ধীরেন্দ্রনাথ দত্ত।