কক্সবাজার ইউনিয়ন হসপিটালের নতুন কার্য নির্বাহী পরিষদ গঠিত হয়েছে। শহরের অভিজাত এক হোটেলে ২ ডিসেম্বর শুক্রবার বিকেলে আয়োজিত বিশেষ বার্ষিক সাধারণ সভায় হাসপাতাল পরিচালনার জন্য এই পরিষদ গঠন করা হয়। নবগঠিত পরিষদের চেয়ারম্যান ইশতিয়াক আহমদ জয় এবং ম্যানেজিং ডিরেক্টর নুরুল হুদা।
ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট তবারক হোছাইন ও মোহাম্মদ নছরুল্লাহ। ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর আবদুল্লাহ আল ফয়সাল, খোরশেদ আলম ও শাহজাহান। ডিরেক্টর ফাইন্যান্স আল মামুন, ডিরেক্টর মেডিকেল সার্ভিস হাছনা হুরাইন চৌধুরী, ডিরেক্টর এডমিন দিদারুল ইসলাম রুবেল, ডিরেক্টর হিউম্যান রিসোর্স মুসলেম উদ্দিন ভূঁইয়া, ডিরেক্টর মার্কেটিং এন্ড প্রমোশন মোয়াজ্জেম হোসাইন সাকিল।
বিশেষ বার্ষিক সাধারণ সভায় কক্সবাজার ইউনিয়ন হসপিটালের শেয়ার হোল্ডারগণ উপস্থিত ছিলেন।