এম আব্দুর রাজ্জাক বগুড়া থেকে :
বগুড়ার আদমদীঘির সান্তাহার পৌর গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেল সাড়ে ৩ টায় উপজেলার সান্তাহার পৌরসভার আয়োজনে আধুনিক স্টেডিয়াম মাঠে খেলাটি অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় পৌর শহরের ১নং ওয়ার্ড ফুটবল দল বনাম ৬নং ওয়ার্ড ফুটবল দল আংশগ্রহন করেন। ফুটবল টুর্নামেন্টে ১নং ওয়ার্ড ফুটবল দল ৩-২ ট্রাইবেকার গোলে ৬নং ওয়ার্ড ফুটবল দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।বিজয়ী দলকে প্রথম পুরস্কার দেয়া হয় ১০ হাজার টাকা ও পরাজিত দলকে দ্বিতীয় পুরস্কার ৮ হাজার টাকা। পৌর গোল্ডকাপ টুর্নামেন্টের সভাপতি সান্তাহার পৌরসভা মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টুর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান সিরাজুল ইসলাম খান রাজু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম রেজা, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও ছাতিয়ানগ্রাম ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান আব্দুল হক (আবু), সান্তাহার পৌরসভার প্যানেল মেয়র জার্জিস আলম রতন, কাউন্সিল আলাউদ্দিন, কামরুল, হুমায়ুন কবির বাদশা, মাহবুবুর আলম প্রমূখ।
সান্তাহারে পৌর গোল্ডকাপ ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত
প্রকাশিত: ২৬ এপ্রিল, ২০২৫, ০৩:২৬ পিএম

সারাবাংলা রিলেটেড নিউজ

'তারে কেনো গুলি করে মারলো, সে তো আন্দোলনে যায় নাই'

শহীদ মিনার জনসমুদ্র

কেন রাজ্জাক হইলাম না........কাওসার চৌধুরী

সকালে কারফিউতে রাজধানীর সড়ক যেমন দেখা গেলো

বৃটেনে বাংলাদেশি রাজনীতিবিদের ২০০ মিলিয়ন পাউন্ডের সাম্রাজ্য

জোট নিয়ে গুজব আছে: ওবায়দুল কাদের

মনোহরগঞ্জের পাঁচপুকুরিয়া গ্রামে বই বিতরণ উৎসব
.webp)
যুক্তরাষ্ট্র চাইলেও একতরফা কিছু করতে পারবে না: ওবায়দুল কাদের