এম আব্দুর রাজ্জাক উত্তরবঙ্গ থেকে :
বুধবার,১৬ নভেম্বর ২০২২
নওগাঁর মাঠে মাঠে সোনালী ধানের সমারোহ, বাতাসে দোল খাচ্ছে কৃষকের স্বপ্ন। নতুন আমন ধানের মৌ মৌ ঘ্রাণ। চলছে ধান কাটা ও মাড়াইয়ের ধুম। ফলন যেমনই হোক কৃষকের মুখে ধান কাটার গান মনে করিয়ে দেয় নবান্ন উৎসবের কথা। নতুন ধানের পিঠাপুলি দিয়ে নওগাঁয় পালন করা হচ্ছে নবান্ন উৎসব।
প্রতি বছরের মতো বুধবার (১৬ নভেম্বর) নানা কর্মসূচির মধ্য দিয়ে নওগাঁয় দিনব্যাপী এই নবান্ন উৎসব অনুষ্ঠিত হচ্ছে। এ কারণে সকাল থেকেই সমবায় চত্বরে সংস্কৃতিকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষ জড়ো হন। নেচে গেয়ে লোকায়ত জীবন ও সংস্কৃতির প্রতি ভালোবাসা প্রকাশ করছেন তারা। শিল্পীদের কণ্ঠে কখনও একক, কখনো দলীয় গান। কখনও আবার গানের সঙ্গে সমবেত নৃত্য। নানা পরিবেশনা ছাড়াও উৎসবে আগতদের জন্য বসেছে পিঠাপুলির মেলা।
এ উপলক্ষে আজ সকালে শহরের সমবায় চত্বরে নবান্ন উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান। এ সময় উপস্থিত ছিলেন সাবেক অধ্যক্ষ প্রফেসর শরীফুল ইসলাম খান, জাতীয় রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদের সাধারণ সম্পাদক মোসাদ্দেক হোসেনসহ অন্যান্যরা।
জাতীয় রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদের সাধারণ সম্পাদক মোসাদ্দেক হোসেন বলেন, নবান্ন উৎসবের সঙ্গে মিশে আছে বাঙালির ঐতিহ্যবাহী সংস্কৃতি। প্রাচীনকাল থেকেই বাঙালি জাতি-ধর্ম-বর্ণকে উপেক্ষা করে নবান্নকে কেন্দ্র করে উৎসবে মেতে ওঠে। এ যেন সত্যি হৃদয়ের বন্ধনকে আরও গাঢ় করার উৎসব। আমরা প্রতি বছর পহেলা অগ্রহায়ণে এই দিনে নবান্ন উৎসবের আয়োজন করে থাকি। আগামীতেও এই আয়োজন করা হবে।
নবান্ন হৃদয়ের বন্ধনকে গাঢ় করার উৎসবে মাতল নওগাঁবাসী
প্রকাশিত: ২৬ এপ্রিল, ২০২৫, ০৮:৫৮ এএম

সারাবাংলা রিলেটেড নিউজ

দেশের ভাষা, সংস্কৃতি সবার মাঝে ছড়িয়ে দিতে প্রবাসীদের প্রতি রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরানের আহ্বান

স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান, এম.পি এর নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেল পরিদর্শন

ধর্ম যার যার উৎসব তার-- "সামাজিক সম্প্রতি কমিটি আলোচনা সভা"
.jpg)
শুভ নববর্ষের মঙ্গল আলোকের প্রসন্ন কিরণছটা তোমার হৃদয় ছুঁয়ে যাক - প্যামেলিয়া রিভিয়ের

বগুড়ায় আনন্দ শোভাযাত্রা ও র্যালীতে বর্ষবরন উদযাপন

শেখ হাসিনার নেতৃত্বে আমরা পৃথিবীর সেরা অর্থনীতির দেশ হবো

নাটোরের বিখ্যাত মহারাণী ভবানীর জন্মস্হান বগুড়ার ছাতিয়ানগ্রামে

মিতালী যুব সংঘ সেনেরহুদার আহবায়ক কমিটি গঠন, আহবায়ক আবদুল্লাহ, যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর ও আরমান