জল ও জীবন

 



জাগালেই যদি তবে-
কেনো অবেলায়?
সারাক্ষণ গিয়েছে যে
হেলায় ফেলায়!

কাল ছিলো কুয়াশা
আজ সোনারোদ
চারিদিক লাল-নীল
সবুজ-হলুদ।

ধূসরিত যে জীবন
জেগেছে এখন
নেচে গেয়ে লিখে দেয়
কৃষিকাজে মন।

অবেলায় হোক তবু
ফুটিয়েছে ফুল
যে ফোটার ফুটবেই
নেই তাতে ভুল।

জীবনের ধন কিছু
আসে ভেসে জলে
জল ও জীবন সে,
দিয়োনাকো ফেলে।

ছবি/এলআইআরআর প্লাটফর্ম/Woodside/NY/ ১১/১৫/২০২২