এম আব্দুর রাজ্জাক উত্তরবঙ্গ থেকে :


মঙ্গলবার (৮ নভেম্বর) সকালে শহরের মাস্টারপাড়া এলাকায় জাতীয় সংসদের হুইপ ও সদর ২ আসনের সংসদ সদস্য মাহাবুব আরা বেগম গিনি এমপি ভবনটি উদ্বোধন করেন।
গাইবান্ধা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.শরীফুল আলমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি।
এসময় উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা প্রশাসক মো.অলিউর রহমান, জেলা এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী মো: ছাবিউল ইসলাম, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মৃদুল মোস্তাফিজ ঝন্টু, পৌর আওয়ামীলীগের সভাপতি ওমর ফারুক রুবেল, বীরমুক্তিযোদ্ধা মাহমুদুল হক শাহজাদা, মুক্তিযোদ্ধা আলী আকবর মিয়া প্রমুখ।
আলোচনা সভায় জেলা উপজেলার শতাধিক বীর মুক্তিযোদ্ধা ও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা ছিলেন।
এছাড়াও জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম এমপি সদর উপজেলার কুপতলা ইউনিয়নের একটি রাস্তার ভিত্তি প্রস্তর উদ্বোধন ও বেড়া ডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি ভবন উদ্বোধন করেন এসময় উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।