এম আব্দুর রাজ্জাক বগুড়া থাকে :

অক্টোবর ২৫, ২০২২

 বগুড়ার আদমদীঘিতে রেললাইনে জোড়ার অংশে ভাঙা দেখতে পেয়ে এক যুবক তড়িঘড়ি করে লাল কাপড় টাঙিয়ে দিয়ে দুর্ঘটনার কবল থেকে ট্রেনটিকে রক্ষা করেন। আজ মঙ্গলবার সকালে পার্বতীপুর থেকে ছেড়ে আসা রাজশাহীগামী উত্তরা এক্সপ্রেস ট্রেন উপজেলার ছাতিয়ানগ্রাম ইউপি’র ইসবপুর এলাকায় পৌঁছলে লাল কাপড় উড়ানো দেখে থেমে যায়। এরপর সেখানে প্রায় ৩০ মিনিট যাবৎ মেরামত কাজ করার পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
স্থানীয় ও রেলওয়ে সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় উপজেলার ছাতিয়ানগ্রাম রেলস্টেশনের উত্তরে ইসবপুর এলাকায় রেললাইনের পাশ দিয়ে এক যুবক হেঁটে যাচ্ছিলেন। এসময় ওই যুবক রেললাইনের জোড়ার অংশে ভাঙা দেখতে পান। তিনি বিষয়টি স্থানীয়দের জানিয়ে রেলপথের ভাঙা অংশে লাল কাপড় টাঙিয়ে দেন। দূর থেকে লাল কাপড় টাঙানো দেখে উত্তরা এক্সপ্রেস ট্রেনের চালক দ্রুত ট্রেন থামিয়ে দেন। এরপর রেলওয়ের পিডব্লিউআই বিভাগের লোকজন এসে প্রায় ৩০ মিনিট ধরে মেরামত কাজ করার পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়। তবে ওই ট্রেনের যাত্রীদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

সান্তাহার রেলওয়ের উর্দ্ধতন উপ-সহকারি প্রকৌশলী (পিডব্লিউআই) কার্যালয়ের কর্মকর্তা আফজাল হোসেন জানান, যেহেতেু ঘটনাস্থল আমাদের বাহিরে সেহেতু বিষয়টি জানার পর হিলি বিভাগের কর্মকর্তাকে জানানো হয়েছে।

রেলওয়ের হিলি পিডব্লিউআই বিভাগের কর্মকর্তা বজলুর রশিদ বলেন, খবর পেয়ে দ্রুত রেলওয়ের কর্মীদের ঘটনাস্থলে পাঠানো হয়। তারা সেখানে গিয়ে দেখেন রেললাইনের জোড়ার অংশের লোহা ফেটে গেছে। মেরামত কাজ করার প্রায় ২৫ মিনিট পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়। প্রতি ৭ কিলোমিটার পর পর রেলকর্মী দায়িত্বে থাকার কারণে ওই সব কর্মীরা দ্রুত সেখানে ছুঁটে গিয়ে মেরামত কাজ শেষ করায় বেশি সময় ট্রেনযাত্রীদের অপেক্ষা করতে হয়নি।