এম আব্দুর রাজ্জাক বগুড়া থেকে :
দুপচাঁচিয়া উপজেলার তালোড়ায় মুক্তাগাছা সমাজ সেবা সমিতির আয়োজনে বঙ্গবন্ধু নকআউট ফুটবল টুর্ণামেণ্টের ১ম রাউন্ডের ২য় ম্যাচের ফুটবল খেলার উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার বিকালে তালোড়া আলতাফ আলী উচ্চ বিদ্যালয় মাঠে এ টুর্ণামেন্টের ২য় ম্যাচের খেলার প্রধান অতিথি হিসাবে উদ্বোধন করেন বগুড়া জেলা পরিষদের নবনির্বাচিত সংরক্ষিত মহিলা সদস্য শামীমা আক্তার মুক্তা। এ উপলক্ষে এক উদ্বোধনী সভা সমিতির সভাপতি শিমুল আকন্দের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাশেদুল আলম অরভিল এর পরিচালনায় অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা পরিষদের নবনির্বাচিত সংরক্ষিত মহিলা সদস্য শামীমা আক্তার মুক্তা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন তালোড়া পৌর আ’লীগের যুগ্ম সম্পাদক আবু তাহের রানা, সাংগঠনিক সম্পাদক সাগর মন্ডল, উপজেলা ছাত্রলীগের সভাপতি মুনিরুল ইসলাম মুন্না, সাধারণ সম্পাদক নূর ইসলাম, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মেহেরুল ইসলাম, প্রধান শিক্ষক সামছুল ইসলাম টুটুল, ইউপি সদস্য হান্নান খন্দকার প্রমূখ। এসময় পৌর কাউন্সিলর সাবু প্রাং, সমিতির সদস্যগণ ও বিপুল সংখ্যক ক্রীড়ামোদী দর্শক উপস্থিত ছিলেন। উক্ত খেলায় কাহালু চাঁদপুর খেলোয়ার কল্যান সমিতি ৪-২ গোলে আদমদীঘি নূরানী একাডেমিকে পরাজিত করে জয়ী হয়। খেলা পরিচালনা করেন আর্মি সুমন। তাকে সহযোগিতা করেন মজনু শাহ ও হেফজুল ইসলাম।
তালোড়ায় বঙ্গবন্ধু ফুটবল টুর্ণামেণ্টের ১ম রাউন্ডের ২য় ম্যাচ খেলার উদ্বোধন
প্রকাশিত: ২৬ এপ্রিল, ২০২৫, ০২:৪৯ এএম

সারাবাংলা রিলেটেড নিউজ

কনসাল জেনারেল ড. মোহাম্দ মনিরুল ইসলাম কর্তৃক বাংলাদেশের স্ট্যান্ডার্ড ব্যাংক এবং ব্যাংক এশিয়া এর অঙ্গপ্রতিষ্ঠান নিউইয়র্কস্থ স্ট্যান্ডার্ড এক্সপ্রেস এবং বিএ এক্সপ্রেস পরিদর্শন

বগুড়ার আদমদীঘিতে বীর মক্তিযোদ্ধাদের মাঝে সনদ ও স্মার্টকার্ড বিরতন

আদমদীঘিতে মুক্তা রাণী শ্রেষ্ঠ শ্রেণীশিক্ষক নির্বাচিত
.jpeg)
সরস্বতী পুজা, নরিচ ক্যাথিড্রাল ও আমার মা-- বিশ্বাস করবী ফারহানা

আওয়ামী লীগের শ্রমিক সমাবেশ বিএনপির ভাঙ্গন আমরা চাই না: ওবায়দুল কাদের

আবার ঢাকায় শৈশব-কৈশোরের ও ছাত্র জীবনের বন্ধুত্ব -- হাসান ফেরদৌস

------------গেরিলা ৭১-----------সামসুল আরেফিন খান

নন্দীগ্রামে নবাগত ইউএনও লায়লা আঞ্জুমান বানুর যোগদান