এম আব্দুর রাজ্জাক বগুড়া থেকে:

 নীলফামারীর ডিমলায় তিস্তা নদীর সেস খালে নেমে নিখোঁজ হওয়ার পাঁচ ঘন্টা পর এক স্কুল ছাত্রের মৃত্যু দেহ উদ্ধার করেছে ডুবুরিয়া। সোমবার বিকেল তিনটায়, শাহিন আলম (১৫) নামের ওই শিক্ষার্থী নিখোঁজ হন। রাত আটটার দিকে তার লাশ পাওয়া যায়। লাউতারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশিক আহমেদ জানান, শাহিন আলম নিলফামারীর ডিমলা উপজেলার লাউতারা ইউনিয়নের লাউ তারা বাজারের নুরুজ্জামানের ছেলে এবং স্থানীয় আবিউস সুন্নাহ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী। স্থানীয়দের বরাত দিয়ে আশিক আহমেদ জানান, সোমবার বেলা তিনটার দিকে কয়েকজন বন্ধু মিলে তিস্তা সেচ ক্যানেলে গোসল করতে নামে শাহিন আলম। এরপর সে পানিতে নিখোঁজ হয়। এ সময় তার বন্ধুরা খোঁজাখুঁজি করে না পেয়ে পরিবারকে খবর দেয়। পরে পরিবারের লোকজন ও স্থানীয়দের সহযোগিতায় ডিমলা ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা রংপুর থেকে ফায়ার সার্ভিস ডুবুরি দল নিয়ে আসে। রংপুর ফায়ার সার্ভিস ডুবুরি দলের টিম লিডার আমির আলীর নেতৃত্বে একদল ডুবুরি বিকেল পাঁচটায় সেস খালে নেমে নিখোঁজের প্রায় ৫ ঘণ্টা পর শেষে লাউ তারা সুইস গেট এলাকা থেকে শাহিন আলমের মরদেহ উদ্ধার করে। টিম লিডার বলেন, প্রায় তিন ঘন্টা সেচ খালে অভিযান চালিয়ে মৃত অবস্থায় স্কুলছাত্রকে উদ্ধার করা হয়।