এম আব্দুর রাজ্জাক উত্তরবঙ্গ থেকে :


দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারাজ এলাকা পরিদর্শন করেছেন ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত লি জিমিং। এসময় সাথে ছিলেন স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন।

রোববার (৯ অক্টোবর) সকালে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় অবস্থিত এ সেচ প্রকল্প পরিদর্শন করেন। এ সময় তিস্তা মহা পরিকল্পনা নিয়ে খোলামেলা কথা বলেন স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেনের সাথে।

 তিনি জানান, তিস্তাকে নিয়ে চীনা রাষ্ট্রদূত লি জিমিং’কে দেখে মনে হলে তার মনোভাব পজেটিপ। আমরা আশা করি দ্রæত সময়ের মধ্যে সু-খবর পাবো। তিস্তা পরিদর্শন করে তিনি অনেক খুশি হয়েছেন। তাই আমরা আশা রাখছি দ্রত আমরা তিস্তা মহাপরিকল্পনা নিয়ে ভালো খবর পাবো।

লালমনিরহাট জেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক প্রতিমন্ত্রী মোতাহার হোসেন এমপি বলেন, ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত লি জিমিংসহ ৩ সদস্য বিশিষ্ট একটি দল লালমনিরহাট, নীলফামারী, দিনাজপুর, রংপুর ও গাইবান্ধা জেলায় চীনা কোম্পানী কৃর্তক বিভিন্ন প্রকল্প পরিদর্শনের পাশাপাশি তিনি তিস্তা ব্যারাজ এলাকা পরিদর্শন করেন। পরিদর্শন শেষে তিনি রংপুর সার্কিট হাউজে উঠেন।