কাজাখস্তানের আস্তানায় ষষ্ঠ সিকা (CICA) শীর্ষ সম্মেলনের পার্শ্ব রেখায় কিরগিজস্তানের পররাষ্ট্রমন্ত্রী জনাব কুলুবায়েভ ঝিনবেক মলদোকানোভিচের সাথে এক দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, এমপি। বৈঠকে তারা দুই দেশের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ব্যাপারে সন্তোষ প্রকাশ করেন এবং দ্বিপাক্ষিক বানিজ্য ও বিনিয়োগ উত্তরোত্তর বৃদ্ধি পাবে বলে আশা প্রকাশ করেন। বাণিজ্য সম্প্রসারণে দুই দেশের মধ্যে বাণিজ্য প্রতিনিধিদল বিনিময়ের ব্যাপারে উভয় পক্ষ আগ্রহ প্রকাশ করেন। এছাড়া দুই দেশের সরকারী বাণিজ্য দপ্তরসমূহ ছাড়াও দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে কার্যকর যোগাযোগ স্থাপনে পারস্পরিক সহযোগিতার ব্যাপারে তারা একমত হন। বাংলাদেশী ব্যাবসায়ীদের বয়ন ও পোশাক শিল্পে বিনিয়োগের আহবান জানান কিরগিজ মন্ত্রী। এ সময় ড. মোমেন ঔষধ শিল্পে বাংলাদেশের সক্ষমতার বিষয়টি উত্থাপন করেন এবং কিরগিজস্তানের ঔষধ খাতে বাংলাদেশ অবদান রাখতে আগ্রহী বলে উল্লেখ করেন। এছাড়া তথ্যপ্রযুক্তি খাতে বাংলাদেশে বিদ্যমান দক্ষ জনশক্তির সেবা গ্রহণের জন্য তিনি কিরগিজস্তানের প্রতি আহবান জানান। আন্তর্জাতিক অঙ্গনে নানা বিষয়ে বাংলাদেশ এবং কিরগিজস্তানের মধ্যে বিদ্যমান সৌহার্দ্য ও সহযোগিতাপূর্ণ সম্পর্কের জন্য ড. মোমেন সন্তোষ প্রকাশ করেন।
কিরগিজস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেনের বৈঠক
প্রকাশিত: ০৪ মে, ২০২৫, ০৮:০৫ এএম

সারাবাংলা রিলেটেড নিউজ

বর্ণাঢ্য আয়োজনে জ্যামাইকায় ফালগুনী রেস্টুরেন্ট’র উদ্বোধন

জীবননগরে দেড় কোটি টাকার সোনার বারসহ আটক আনসার সদস্য,স্কুলের অফিস সহায়ক সহ ৩ জন

“স্মরণের আবরণে”

আদমদীঘির শ্রেষ্ট প্রতিষ্ঠান রহিম উদ্দীন কলেজ ও শ্রেষ্ট অধ্যক্ষ আব্দুর রহমান

রংপুরে সপ্তাহব্যাপী বইমেলা শুরু

শিবগঞ্জে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত

সান্তাহারে পৌর গোল্ডকাপ ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত

প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো বগুড়ায় শারদীয় দুর্গোৎসব