গত ৮ মাসে ৯০ হাজার কোটি টাকা পাচার হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেন,  আজকে ঐক্যবদ্ধভাবে বিএনপি’র বিরুদ্ধে কথা বলা হচ্ছে। প্রথমদিকে যারা চাঁদাবাজি করছে তাদের মধ্যে এক দেড় হাজারকে তারেক রহমান বহিষ্কার করেছে। যারা এই সরকারে আছে তারাই এখন চাঁদাবাজি করছে। গত ৮ মাসে ৯০ হাজার কোটি টাকা পাচার হয়েছে। আওয়ামী লীগও পাচার করেছে এ টাকা। আজ বিকালে কুমিল্লার শিল্পকলা একাডেমিতে বিএনপি’র সদস্য ফরম বিতরণ ও সদস্য নবায়ন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন। তিনি বলনে, দেশে এখন শান্তি নাই। এই সরকারের বিরুদ্ধে কোন কথা লেখা হচ্ছে না। কোন মিডিয়ায় এই সরকারের বিরুদ্ধে কিছু লিখতে পারছে না। আওয়ামী লীগের সময়ও লিখতে পারতো না। তিনি বলেন, শুধু আওয়ামী লীগই নয়, এখন বিএনপি’র শত্রু সবাই। কারণ অন্য দলসহ এ সরকারও নিশ্চিত বিএনপি ক্ষমতায় আসবে। তাই নির্বাচন দেয়ার কথা বলা যাবে না।

মির্জা আব্বাস বলেন, সুযোগ সন্ধানী, যারা রাজপথ, মিটিং মিছিলে ছিলনা, তারাই বিএনপির নাম ভাঙ্গিয়ে চাঁদাবাজি করছে। তাদেরকে বিএনপি’র সদস্য করা যাবে না। আওয়ামী লীগের লোকজনতো নয়ই। এখন পুলিশ যেসব আওয়ামী লীগের লোকজনকে গ্রেপ্তার করছে তাদেরকে ছাড়ানোর চেষ্টা করছে বিএনপি’র নামধারীরা।   তিনি বলেন, আমার বদ্ধমূল ধারণা, বাংলাদেশের স্বাধীনতা ও সার্ভমৌত্বকে রক্ষার জন্য আমার নেতা জিয়া প্রাণ দিয়েছে। সেই স্বাধীনতা আজ হুমকির মুখে। আমরা আগে কুকুরের মুখে ছিলাম। এখন আমরা বাঘের মুখে পড়েছি। জনগণের ভোটের অধিকার নিশ্চিত করতে হবে। আমি হয়তো আরো পরে নির্বাচন করতে বলতাম। কিন্তু আমার দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিরাপদ নয়।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিএনপি’র কেন্দ্রীয় কমিটির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মো. সেলিম ভুঁইয়া। বক্তব্য রাখে- বিএনপি’র চেয়ারপারসনের উপদেষ্টা আমিন-উর রশিদ ইয়াছিন। কুমিল্লা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়ার সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন- কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সভাপতি জাকারিয়া তাহের সুমন, মহানগর বিএনপি’র সভাপতি উদবাতুল বারী আবু, দক্ষিণ জেলা বিএনপি’র সদস্য সচিব আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু।