এম আব্দুর রাজ্জাক, বগুড়া থেকে :

 বগুড়া জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হোসনা আফরোজ (মঙ্গলবার ১১ ফেব্রুয়ারি) সোনাতলা উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন করেন। তিনি সোনাতলা পৌরসভা, সোনাতলা ইউনিয়ন ভূমি অফিসসহ বেশ কয়েকটি সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান পরিদর্শন করেন। পরবর্তীতে তিনি যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক আয়োজিত প্রশিক্ষণ উদ্বোধন ও ভাতা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হন। উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বীকৃতি প্রামাণিকের সভাপতিত্বে তিনি সমাজের অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানান।  জুলাই-আগস্ট মাসের বিভিন্ন সহিংসতা ও সামাজিক বিপ্লবের উদাহরণ তুলে ধরে জেলা প্রশাসক বলেন, "সমাজের অন্যায় ও অনিয়মের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। সুদখোরকে সুদখোর, ঘুষখোরকে ঘুষখোর, অন্যায়কারীকে অন্যায়কারী এবং দুষ্কৃতিকারীকে দুষ্কৃতিকারী বলতে হবে। ন্যায়বিচার ও সততার পথে চলতে হবে সবাইকে।"  অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের বগুড়া জেলা পরিচালক তোছাদ্দেক হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা সোহরাব হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাইনুদ্দিন, উপজেলা নির্বাহী প্রকৌশলী আতিকুর রহমান তালুকদারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা।   এছাড়াও সোনাতলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বেলাল হোসেন, মধুপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল আলিম, পাকুলিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান লতিফুল বারি টিম, জোড়গাছা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম রব্বানীসহ স্থানীয় জনপ্রতিনিধি এবং সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।