গেট ভেঙে ধানমন্ডি-৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ির ভেতরে ঢুকেছেন বিক্ষুব্ধ ছাত্র-জনতা। বুলডোজার দিয়ে বাড়িটি ভাঙার কথা থাকলেও শিক্ষার্থীরা নিজের হাতেই ভাঙচুর চালাচ্ছে। বাড়িটির মধ্যে থাকা বঙ্গবন্ধুর ম্যুরালটি ইতোমধ্যে ভেঙে ফেলা হয়েছে। তবে শিক্ষার্থীরা বলছেন, ‘বুলডোজার আসুক-না আসুক, আমরা ভাঙব।’ পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী আজ বুধবার (৫ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে বাড়িটিতে প্রবেশ করেন তারা। এরপর বিভিন্ন স্লোগান দিয়ে ভাঙচুর শুরু করেন বিক্ষুব্ধ ছাত্রজনতা। ভাঙা হলো বঙ্গবন্ধু ম্যুরাল ভাঙা হলো বঙ্গবন্ধু ম্যুরাল বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বলছেন, ‘আমরা সন্ধ্যার পর থেকে ধানমন্ডি-৩২ নম্বরে আছি। প্রতি মিনিটে শত-শত মানুষ আসছে। আমরা বুলডোজার দিয়ে বাংলাদেশের প্রথম স্বৈরাচারের চিহ্ন মুছে দিতে চাই।’ বিক্ষুব্ধ ছাত্রজনতা বলেন, ‘স্বৈরাচার শেখ হাসিনা আজকে ছাত্রলীগের ব্যানারে জাতির সামনে ভাষণ দেবে। যে আমাদের ভাইদের গুলি করে দেশ থেকে পালিয়েছে, সে কী করে কর্মসূচি ঘোষণা করে। আমরা এ দেশে বঙ্গবন্ধু, শেখ হাসিনার কোনো অস্তিত্ব রাখব না।’ ভাঙা হচ্ছে ধানমন্ডি ৩২ এর আগে মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) রাতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ভেরিফায়েড ফেসবুক পেজে থেকে জানানো হয়, ভারতে অবস্থানরত আওয়ামী লীগ সভাপতি বুধবার রাতে ছাত্রদের উদ্দেশে বক্তব্য রাখবেন।
এরপর শেখ হাসিনা ভাষণ দিলে বুধবার রাতে ধানমন্ডি-৩২ অভিমুখে ‘বুলডোজার মিছিল’ করা হবে বলে অনেককে ফেসবুকে পোস্ট দিতে দেখা গেছে। ভাঙা হচ্ছে ধানমন্ডি ৩২ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ’র ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে দেওয়া একটা পোস্টে বলা হয়েছে, ‘আজ রাতে বাংলাদেশ ফ্যাসিবাদের তীর্থভূমি মুক্ত হবে।’ যুব ও ক্রীড়া উপদেষ্টা তার ফেসবুক আইডি থেকে বলেছেন, ‘উৎসব হোক!’
বুলডোজার ছাড়াই ভাঙা হচ্ছে ধানমন্ডি ৩২
প্রকাশিত: ২৩ এপ্রিল, ২০২৫, ০৫:২৩ পিএম

সারাবাংলা রিলেটেড নিউজ

বগুড়ার আদমদীঘিতে মাদকবিরোধী প্রীতি ফুটবল ম্যাচ ২০২৫ অনুষ্ঠিত

ঢাকার প্রস্তাব দ্বিধায় দিল্লি

সান্তাহার হার্ভে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন
.jpg)
অনুর্ধ্ব-১৪ জাতীয় ক্রিকেটে রাজশাহী বিভাগীয় চ্যাম্পিয়ন হয়েছে বগুড়া

ঈদে নাটকের চমক নিয়ে আসছেন নির্মাতা এইচ এম পিয়াল
.jpeg)
Bangladesh joins the Global Alliance Against Hunger and Poverty

দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন ঘেরাওয়ের ঘোষণা দিল আরএসএস

পাঁচবিবিতে শহীদ বিশালের পরিবারকে সেমি-পাকা ঘরের চাবি হস্তান্তর