এম আব্দুর রাজ্জাক,বগুড়া থেকে :  'রাজধানীর মিরপুর পুলিশ স্টাফ কলেজের ডিআইজি মোহাম্মদ শাহজাহানকে রাজশাহী রেঞ্জের ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে সম্প্রতি তার এই বদলীর আদেশ জারি করা হয়।  (২ ফেব্রুয়ারী রবিবার ) তিনি নতুন কর্মস্থলে যোগদান করেছেন। এর আগে তিনি মিরপুর স্টাফ কলেজে প্রায় ১৭ বছর ধরে কর্মরত ছিলেন। ওই সময় তিনি অপরাধ নিয়ে গবেষণা ও স্টাফ কলেজের অপরাধ বিজ্ঞান বিষয়ে পাঠদান করেছেন।

 পরবর্তীতে ( ০৩ ফেব্রুয়ারী সোমবার) সকাল ১০ টায় রেঞ্জ কার্যালয়ের “পদ্মা“ সম্মেলন কক্ষে  ডিআইজি সাথে রাজশাহী রেঞ্জের সকল জেলার পুলিশ সুপার,  কমান্ড্যান্ট (অ্যাডিশনাল ডিআইজি), আরআরএফ, রাজশাহীসহ অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাগণের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় ডিআইজি তাঁর নেতৃত্বে রেঞ্জের আইন-শৃঙ্খলা ও বর্তমান পরিস্থিতি স্বাভাবিক রাখার প্রত্যয় ব্যক্ত করে বিভিন্ন দিক নির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন।  ডিআইজি মোহাম্মদ শাহজাহান সাংবাদিকদেরকে জানান, তার উপর অর্পিত দায়িত্ব পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে পালন করে যাবেন।  তিনি বিভাগের আইন শৃঙ্খলার উন্নয়নমূলক পরিকল্পনা ও গাইড লাইন নিয়ে কাজ করছেন বলে পুলিশ জানিয়েছেন।