এম আব্দুর রাজ্জাক,বগুড়া থেকে : নওগাঁ জেলা শহরের অদূরে বোয়ালিয়া ইউনিয়ন, দোগাছী গ্রামে অবস্হিত গন কবরের পার্শ্বে স্মৃতিস্তম্বের পাদদেশে মোমবাতি প্রজ্জ্বলন করা হয়।  উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নওগাঁ সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃরবিন শিষ,প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন, নওগাঁর সুযোগ্য জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল।  বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন, নওগাঁর সুযোগ্য পুলিশ সুপার সদ্য পদন্নোতি প্রাপ্ত এডিশনাল ডিআইজি মোঃকুতুব উদ্দীন,জেলা প্রশাসনের সকল পদবীর কর্মকর্তা ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সহ পুলিশ বাহিনীর বিভিন্ন পদবীর কর্মকর্তা ও বীর মুক্তিযোদ্ধা গন এসময় উপস্থিত ছিলেন।   আজকের এই দিনে বাংলাদেশের বহু বুদ্ধিজীবি কে পাকিস্তানের হানাদার বাহিনী নির্মম ভাবে হত্যা করেন।এর মধ্যে কিছু উল্লেখ যোগ্য শিক্ষাবিদ ৯৯১ জন,সাংবাদিক ১৩ জন,চিকিৎসক ৪৯ জন,আইনজীবী ৪২ জন,অনান্য ১৬ সহ অনেকের নাম ও সঠিক হিসাব জানা নাই।

  বিশেষ অথিতির বক্তব্যে পুলিশ সুপার মোঃকুতুব উদ্দীন বলেন নওগাঁ জেলায় সত্যিকার অর্থে সঠিক বুদ্ধিজীবিদের তালিকা পাওয়া যায় না,আমরা শুধু ২৪ জনের নাম পেয়েছি।আমরা চাই শহীদ বুদ্ধিজীবীদের পরিবার কে, কি ভাবে সহযোগিতা করা যায়।আজকে এই দিনে আমরা প্রতিজ্ঞা করি দেশকে মাদক মুক্ত করবো ইনশাআল্লাহ। মাদক দেশকে ধংশের শেষ প্রান্তে নিয়ে যায়।  প্রধান অথিতির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল আউয়াল বলেন,পাকিস্তানের হানাদার বাহিনীর পরাজয় মনে করে আমাদের স্বাধীন বাংলাদেশের বুদ্ধিজীবী ডাক্তার, ইজ্ঞিনিয়ার,সাংবাদিক, লেখক, সাংস্কৃতিক কর্মি সহ যাদের দ্বারা দেশকে এগিয়ে নেয়া হয়, তাদের এই স্বাধীন হওয়ার আগ-মুহুর্তে তাদের ধরে নিয়ে নির্মম ভাবে হত্যা করে।আমরা সকল সহীদদের আত্নার মাগফিরাত কামনা করি এবং শহীদ পরিবারের সকল সদস্য গন কে সন্মানিত করবো।