আবিদ রহমান

সমুদ্রের নীল আমাকে নেয়না কাছে।

আমি থমকে দাঁড়িয়ে যাই স্থির ।

লোনা জল পায়ের কাছে আছড়ে পড়ে ক্ষমা

পাওয়ার আশায়।

একটু একটু করে সাগরে ফেনা তোলা জলরাশি

পায়ের নীচের বালি সরিয়ে নিচ্ছে নিঃসঙ্কোচে।

আমি আস্তে আস্তে আত্মসমর্পন করছি নিজেকে

নীল জলের নিলাভ ভালবাসার কাছে ।

সাগরের নিগূঢ় আলিঙ্গন আর কোনদিন

ফিরিয়ে দেবেনা আমাকে এই কঙ্করময় বালুকাবেলায় ।

আমার তো ইচ্ছে খুব, গাংচিল হয়ে দুটি ডানায়

ভর করে নীল জলরাশির মোহনীয় সৌন্দর্য উপভোগ করতে।

ক্ষণে ক্ষণে উত্তাল ঢেউয়ের ঝাপটায় আমার দৃষ্টি

আরো স্বচ্ছতায় রূপ নেবে।

যেন এক ছোঁ মেরে নীলের অতলের মুক্তার ঝিনুক

তুলে আনবে আমার নখর ঠোঁট।

জোৎসনার সাথে নীল জলের চলে মিতালী

আর তারারা আধার উপেক্ষা করে দেয় হাতছানি ।

আত্মবিসর্জন এর আরো কিছু সময় বাকী আছে।

এখনো জমে আছে পাহাড় সমান ঋণ

এই ধরণীর কাছে।