এম আব্দুর রাজ্জাক, (নিমাইদিঘী), বগুড়া থেকে :  নিমাইদিঘী (দিঘির পাড় ) দেওয়ান ( রহঃ) মাজার শরীফের উদ্যোগে বিরাট তাফসিরুল কুরআন মাহফিল ও ওরশ মোবারক অনুষ্ঠিত। বগুড়া জেলার আদমদিঘী উপজেলার  ১নং ছাতিয়ানগ্রাম ইউনিয়নের ০২ নং ওর্য়াডের নিমাইদিঘী (দিঘির পাড় ) দেওয়ান (রহঃ) মাজার শরীফের উদ্যোগে তাফসিরুল কুরআন মাহফিল ও ওরশ মোবারক অনুষ্ঠিত হয়েছে।০ ৮ ফেব্রুয়ারি -২০২৩ খ্রি. বুধবার, বাদ আসর  হতে বগুড়া  জেলার আদমদিঘী উপজেলার  ১নং ছাতিয়ানগ্রাম ইউনিয়নের নিমাইদিঘী (দিঘির পাড়) দেওয়ান ( রহঃ) মাজার শরীফের কমিটির  আয়োজি বার্ষিকী তাফসিরুল কুরআন মাহফিল ও ওরশ শরীফে জনাব  মোঃ মজিবর রহমানের প্রাং ( নিমাইদিঘী ) সভাপতিত্বে, প্রধান বক্তা হিসেবে ওয়াজ ফরমান  মুফাচ্ছিরে কোরআন হাফেজ  মাওলানা মোঃ সাজেদুল ইসলাম ( নঁওগা ),

২য় বক্তা হিসেবে ওয়াজ পেশ করেন বিশিষ্ট আলেমদ্বীন মুফাচ্ছিরে কোরআন হাফেজ হযরত  মাওলানা হারুনুর রশিদ বাদশাহ ( নন্দীগ্রাম, বগুড়া )  ৩য় বক্তা হিসেবে বয়ান পেশ করেন হাফেজ  মাওলানা শাহ অলিউল্লাহ ( নঁওগা) এবং নিমাইদিঘী (দিঘির পাড়) জামে মসজিদের পেশ ইমাম  মাওলানা মোঃ হবিবর রহমান শেখ (নিমাইদিঘী)। উক্ত ওয়াজ মাহফিলে আরও  ওলামায়ে কেরামগন কুরআন ও হাদীসের  আলো থেকে মূল্যবান হাদীস পেশ করেন।

নিমাইদিঘী (দিঘির পাড়) আয়োজিত দেওয়ান ( রহঃ) মাজার শরীফ কমিটি আয়োজিত  বার্ষিকী তাফসিরুল কুরআন মাহফিল ও  ওরশ শরীফে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্যে রাখেন  আলহাজ্ব মোঃ  সিরাজুল ইসলাম খাঁন রাজু, সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগ, আদমদিঘী উপজেলা শাখা, বগুড়া। বিশেষ  অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং মৃল‍্যবান বক্তব্য রাখেন মোঃ আব্দুল হক (আবু) চেয়ারম্যান, ১ নং ছাতিয়ানগ্রাম ইউ পি  ও সহ-সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ  আদমদিঘী উপজেলা শাখা, বগুড়া।

 

এ ছাড়া নিমাইদিঘী ( দিঘির পাড়) দেওয়ান ( রহঃ) মাজার শরীফ  তাফসিরুল কোরআন  মাহফিল ও ওরশ মোবারক অনুষ্ঠানে  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি  শেখ জালাল উদ্দিন, ইউ পি সদস্য মোঃ মনি জুলফিকার , সমাজ সেবক মোঃ আব্দুল আলীম, মোঃ ময়নুল  ইসলাম মুকুল, বীর মুক্তিযোদ্ধা মোঃ তাজ উদ্দিন মন্ডল, এবং বগুড়ার " নিউইয়র্ক বাংলা ডটকমের এবং" প্রবাহ পত্রিকার " সাংবাদিক এম আব্দুর রাজ্জাক ( নিমাইদিঘী) সহ প্রমুখ।এছাড়াও  তাফসিরুল মাহফিল ও ওরশ শরীফে অংশ গ্রহন করেন, নিমাইদিঘী গ্রামের সকল হাজী সাহেবগন এবং নিমাইদিঘী ও ( দিঘির পাড়), ধুলাতর, কাল্লাগাড়ি, লক্ষিকুল, কলাবাড়িয়া, ছাতিয়ানগ্রাম সহ বিভিন্ন এলাকার ধর্মপ্রান মুসল্লীগন।

উক্ত তাফসীরুল কোরআন মাহফিল সভা পরিচালনা করেন মাওঃ মোহাম্মদ হবিবর শেখ, পেশ ইমাম,নিমাইদিঘী ( দিঘির পাড়) জামে মসজিদ।এতে আরও অনেক ওলামায়ে কেরামগণ উপস্থিত ছিলেন। আখেরি মোনাজাতের মধ্যে দিয়ে শেষ হলো  নিমাইদিঘী ( দিঘির পাড়) দেওয়ান ( রহঃ) মাজার শরীফ এবং ওরশ কমিটির  উদ্যাগে আয়োজনে বার্ষিক ওয়াজ মাহফিল।