আমার জীবন পথে
-- জাকিয়া রহমান
আমার জীবন পথে চলত কত উদীপ্ত মুখ
একসময়ের চলার সঙ্গী, দিনান্তে গল্পের গুচ্ছের শিহরণ
ব্যস্ত ছিল সবাই কত প্রদীপ্ত স্বপ্ন দেখার চর্চায়।
তারা ধীরে ধীরে যেন আজ জীবনের পটে
আবছায়া জলরঙে আঁকা তুলির আঁচড়ের মতো অস্তিত্ব,
আমার সাথে আজ পথ চলার কথা ভাবে না।
দূরে কোথাও অন্য কোন অহল্যায়, অন্য কোন গল্প কি শোনে?
আমাদের সে চলার পথে ছিল কত রাগিণির অনুচল,
সেখানে স্বপ্ন ফুলের সুগন্ধ মেখে আমরা ছিলাম বিহ্বল।
আজ কেন সেই পথ আবছায়া হয়ে গেছে?
সেই পথে যেতে যেতে গল্পগুলো কোথায় যেন হয়েছে অদৃশ্য
হয়তো তা ছিল না বলা কথার ওজন
অথবা বাতাসে হাসির ম্লান প্রতিধ্বনি।
ঋতু পরিবর্তিত হয়েছে, হয়তো তাই আমাদের হৃদয়ে
স্মৃতির পাপড়িরগুলো ঝরে গেছে কালের আবর্তে
আর এখন, সেই পথ শ্যাওলা আচ্ছাদিত।
এক অদৃশ্য বন ছায়ে যেন সে ভুলে যাওয়া পথ হারিয়ে গেছে-
সহসা মনে হয় আমি যেন দাঁড়িয়ে আছি সেথা প্রবেশদ্বারে,
শুনছি হলুদ পিঙ্গল ঝরা পাতাদের লুকান রহস্যের গল্প।
ফিস্ফিসিয়ে তারা বলে গাছের কাছে,
তাদের আশা আকংখার কথা কিংবা বিদায়বেলার যাতনার কথা।
এ সব কথা গুলি আমাকে এড়িয়ে যায়-
বুঝিনা তারা কি বলে,
আর পথ ছায়ার মতো দূরে সরে যায়।
তবুও পথ রয়ে গেছে, আমার প্রাণে খোদাই করা।
তাই আমি ধীরে হেঁটে যাই, স্মৃতির রূপরেখা খুঁজে বেড়াই,
সেই একসময়ের উজ্জ্বল মনের চিহ্ন খুঁজে পাওয়ার আশায়,
নস্টালজিয়ার ম্লান রঙে মানসপটে ছবি এঁকে চলি।