মোহাম্মদ আবদুল্লাহ

 এসএমই ফাউন্ডেশন ও ভিলেজ ফ্যামিলি ডেভেলপমেন্ট অর্গানাইজেশন উথলী এর যৌথ উদ্যোগে পাঁচ দিনব্যাপী বহুমুখী পাট পণ্য তৈরি বিষয়ক প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠান গতকাল ২৬  অক্টোবর উথলী ডিগ্রী কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। জেলা স্কাউটস এর কমিশনার  আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রণালয়ের এসএমই ফাউন্ডেশন এর ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত সচিব গ্রেড -১ )আনোয়ার হোসেন চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আল -আমীন উপজেলা নির্বাহী অফিসার, জীবননগর চুয়াডাঙ্গা।  মোঃ আব্বাস আলী ,সহকারী মহাব্যবস্থাপক এসএমই ফাউন্ডেশন শিল্প মন্ত্রণালয়, ঢাকা, অগ্রণী ব্যাংক শিশু একাডেমী পুরস্কারপ্রাপ্ত মশিউর রহমান,মোঃ জাকির হোসেন মোড়ল, উপজেলা সমাজসেবা অফিসার জীবননগর। উল্লেখ্য গত ২২ অক্টোবর এ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয় এবং এতে ৩০ জন নারী উদ্যোক্তা অংশগ্রহণ করেন ।অনুষ্ঠানের শেষে প্রশিক্ষনার্থীদের মাঝে সনদ বিতরন করেন প্রধান অতিথি।