পেন্ডুলাম
আবিদ রহমান
উৎসর্গ আকবর হায়দার কিরন
আমরা এখানেই ছিলাম এখানেই আছি ।
আমাদের ছায়া আমাদের পিছেই আছে ।
পেন্ডুলাম দোলে জাগতিক নিয়মে ।
ভবিষ্যৎ এখনও উজ্জ্বল যদিও
এত নীচে নেমে গেছো আজ ।
কোথাও দাঁড়াবার ছায়া নেই ।
আমরা এমনি করেই চলবো
সমান্তরাল রেখায়
দিগন্তে এসে মিশে বিন্দু কণায়।
আমার ছায়া আমাকে ছেড়ে চলে গেছে
অনেক আগেই।
আগুনেই জ্বলছি তবুও শীতল বরফ ।
কোন কিছুই আর বাঁধা হয়ে থাকবেনা
ধাবমান স্রোতস্বীনি মোহনা মিলনে।
পেন্ডুলাম দোলেই চলে প্রতিনিয়ত।
তুমি যা কিছু করো না কেন তা তোমার কাছেই
ফিরে আসবে , প্রত্যেকটি ঢেউয়ের চূড়া,
উজ্জ্বল আলোর ন্যায় ।
সূর্য্য অস্তাচলে তুমি আমায় সংগ দিও
সিঁড়ি বেয়ে জীবনের প্রান্তে এসে
ভুলে যাওয়া নামটি ধরে ডেকে আমায়
বেঁধে রেখ তোমার বাহুডোরে ।