এম আব্দুর রাজ্জাক,বগুড়া থেকে: বগুড়া জেলার,আদমদিঘী উপজেলায় শারদীয় দুর্গোৎসবে আইন-শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে আনসার-ভিডিপি সদস্যদের মাঝে ব্রিফিং দিয়েছেন প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ।(৮ অক্টোবর, মঙ্গলবার) দুপুরে আদমদীঘি উপজেলা সভা কক্ষে এ ব্রিফিং অনুষ্ঠিত হয়। এসময় উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা নিরুপমা সরকারের সভাপতিত্বে
বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি ) মাহমুদা সুলতানা, আদমদিঘী থানা অফিসার ইনচার্জ (ওসি )মোস্তাফিজুর রহমান, উপজেলা আনসার ভিডিপি টি,আই (পুরুষ) ওবায়দুর রহমান এবং টি,আই ( মহিলা) রওশন আরা বক্তব্য রাখেন।আনসার ভিডিপি সদস্য-সদস্যাগণকে যথাযথভাবে আইনশৃংখলা রক্ষায় পদের দায়িত্ব কর্তব্য সম্পর্কে ব্রিফিং দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ।
পূজায় দায়িত্ব প্রাপ্ত সদস্যদের উদ্দেশ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ বলেন, কোনো অপশক্তিকে আমাদের সাম্প্রদায়িক এ সম্প্রীতিকে বিনষ্ট করতে দেওয়া হবে না। তাই এবারের শারদীয় দুর্গোৎসবে আদমদিঘী উপজেলার ৬৩ টি পূজা মন্ডপে ৪১২ জন আনসার-ভিডিপি সদস্যরা আইন শৃঙ্খলা সমুন্নত রাখতে পুলিশ ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে পূর্ণার্থীসহ মন্ডপে আগত সর্বসাধারণের জানমাল রক্ষার দায়িত্ব পালনে আপনাদেরকে সচেষ্ট থাকতে হবে। কারও কোনো সমস্যা হলে আমাকে অথবা থানা অফিসার ইনচার্জ (ওসি ) এবং উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তাকে জানাতে হবে। ব্রিফিং কার্যক্রমে দূর্গা পূজা মন্ডপসমূহে দায়িত্ব পালনে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ।উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলার ৬৩টি পূজামণ্ডপের নিরাপত্তার দায়িত্ব পালন করবেন ৪১২জন আনসার ও ভিডিপি সদস্যগণ।