অনাবাদি শ্বেতাঙ্গি কাঁশবন

-- জাকিয়া রহমান 

 

জানি তুমি আমার সঙ্গে নেই! 

কোত্থাও নেই! নেই আসে পাশে  

আমার সজলা বুকের এক কোণে যে বিরানভূমি-   

সেথায় শুধু শুধুই তুমি জন্ম নিয়েছ, সে কতকাল আগে 

এক শ্রীহীন অনাহুত আগাছার মতো, 

বুকের অনাবাদী ভূমি জুড়ে 

যখন প্রণয়ের রক্ত লাল কৃষ্ণচূড়া ফুটেছিল অঝোর কবিতায়, 

যখন মন আনমনে হাসির ঝর্ণা পারত বইয়ে দিতে, 

তখন তোমার নিঃস্ব মুঠোয় দিতে চেয়েছিলাম প্রেম। 

গড়ে তুলতে চেয়েছিলাম অমূল্য, সজীব আর  

সুফলা জমিন- অনন্ত ধারায় সেচি শুচিতা প্রেম প্রণতি 

তোমার মরুতপ্ত মনে ভরে দিতে চেয়েছিলাম প্রমত্তা স্রোত-ধারায় 

আজ সেথা শুধু বালির ধূধূ চরে বিধবার মতো রিক্ত ভাবনা-

উড়ে বেড়ায় পাগলা বাতাসের ঝাপটায়  

আর হৃদয়ের কোণে এক অনাবাদি শ্বেতাঙ্গি কাঁশবন।