চুয়াডাঙ্গা জেলার জীবননগর সীমান্ত থেকে ১৫ কোটি ২০ লাখ টাকা মূল্যের ৩ কেজি ৪০ গ্রাম ভয়ংকর মাদক ক্রিস্টাল ম্যাথ আইস উদ্ধার করেছে মহেশপুর-৫৮ বিজিবি। আজ বৃহস্পতিবার (২৯ আগস্ট) দুপুর ২টার দিকে জীবননগর ফুল মার্কেট এলাকা থেকে এগুলো উদ্ধার করা হয়। মহেশপুর ৫৮ বিজিবির উপ-অধিনায়ক মেজর মোল্লা ওবায়েদুর রহমান প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে একটি বিশেষ টহল দল জীবননগর ফুল মার্কেট এর সামনে মহেষপুর-জীবননগর সড়কের উপর ওত পেতে অপেক্ষমান থাকে।
প্রাপ্ত তথ্যের বর্ণনা মোতাবেক দুপুর ২ টার দিকে শাপলা পরিবহন নামে একটি যাত্রীবাহী বাস জীবননগর ফুলের মার্কেটের সামনে আসা মাত্রই বিজিবি টহল দল পূর্ব প্রস্ততিসহ বিশেষ উপায়ে বাসের গতিরোধ করে বাসটি তল্লাশী করে ব্যাগ রাখার স্থানে প্লাস্টিকের ব্যাগের মধ্যে স্বচ্ছ কসটেপ দিয়ে মোড়ানো খাকী রং এর একটি কার্টুন মালিক বিহীন অবস্থায় জব্দ করে ব্যাটালিয়ন সদরে নিয়ে আসে। জব্দকৃত কার্টুনটি খুলে তার ভিতর হতে ৩ কেজি ৪০ গ্রাম ক্রিষ্টাল ম্যাথ আইস উদ্ধার করতে সক্ষম হয়। জব্দকৃত মাদকের আনুমানিক মূল্য ১৫ কোটি ২০ লাখ টাকা।