৬ জুন   সকালে জীবননগরের উথলী মাধ্যমিক বিদ্যালয় ফুটবল মাঠে বঙ্গবন্ধু গোল্ড কাপ টুর্ইনামেন্টের উথলী ইউনিয়ন পর্বের ফাইনালে জীবননগরের সেনেরহুদা সরকারী প্রাথমিক বিদ্যালয় ১ -০ গোলে শিংনগর সরকারী প্রাথমিক বিদ্যালয় ফুটবল দলকে পরাজিত করে চ্যম্পিয়ন হয়েছে।এর আগে একই মাঠে উথলী পশ্চিমপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়কে ১-০ পরাজিত করে বেগম ফজিলাতুন নেছা গোল্ডকাপ ফুটবল ফাইনালে সিংনগর সরকারী প্রাথমিক বিদ্যালয় চ্যম্পিয়ন হয়। উথলী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনায় এ টুর্নামেন্টে উথলী ইউনিয়নের সবগুলো সরকারী  প্রাথমিক বিদ্যালয়ের বালক ও বালিকা দল অংশ গ্রহন করে।