এম আব্দুর রাজ্জাক,বগুড়া থেকে : বগুড়া জেলার, আদমদিঘী উপজেলার, ০১ নং ছাতিয়ানগ্রাম ইউনিয়ন পরিষদে জুন /২৪ ইং মাসের চাল (ভি ডব্লিউ বি) বিতরণ করা হয়েছে।(৯ জুন ,রবিবার,) বেলা ১১ টায় ছাতিয়ানগ্রাম ইউনিয়ন পরিষদে এ চাল বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন ছাতিয়ানগ্রাম ইউপি চেয়ারম্যান আব্দুল হক (আবু)।

এ সময় উপস্থিত ছিলেন ইউপি সচিব কুদরত ই এলাহী, হিসাব সহকারি কাম-কম্পিউটার অপারেটর নাহিদ হাসান, ইউ পি সদস্য আনোয়ার হোসেন জীবন, আবু তাহের আলী, মনি জুলফিকার, মহসিন আলী, মহিলা সদস‍্যা নাজমা বেগম লবানী, সবিতা বেগম, ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার সম্পাদক আব্দুর রাজ্জাক, সোহেল রানা, মুক্তার হোসেন, এনামুল হক, আব্দুল লতিফ, আলাউদ্দিন আলী, রুহুল আমিন, জয়দেব বসাক, মিন্টু রহমান, আসাদুল ইসলাম, মারুফ আহমেদ,ওমর ফারুক, রাজু আহমেদ সহ এলাকার বেশ গন‍্যমান‍্য বাক্তিবর্গ এবং উপকারভুগিগন।