এম আব্দুর রাজ্জাক, বগুড়া থেকে :   (১৪ এপ্রিল,রবিবার ) বগুড়া জেলার আদমদিঘী উপজেলা প্রশাসনের আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩১ উদযাপন করা হয়েছে।   এ উপলক্ষে আনন্দ মঙ্গল শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং আলোচনা সভা  অনুষ্ঠিত হয়েছে। র‌্যালি উপজেলার প্রধান সড়ক পদক্ষিণ করে শেষে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী অফিসার রুমানা আফরোজের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন,   উপজেলা পরিষদের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান মাহমুদুর রহমান পিন্টু,   উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবু রেজা খান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এবং ছাতিয়ানগ্রাম ইউপি চেয়ারম্যান আব্দুল হক আবু, খন্দকার নাজিমুল হুদা, অধ্যক্ষ আব্দুর রহমান সহ অনেকেই বক্তব্য রাখেন।   এছাড়া উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সালমা বেগম চাপা, সহকারী কমিশনার (ভূমি )ফিরোজ হোসেন, থানা অফিসার ইনচার্জ ওসি রাজেশ কুমার চক্রবর্তী, কৃষি কর্মকর্তা মিঠু চন্দ্র অধিকারী, প্রকৌশলী রিপন কুমার সাহা,মৎস্য কর্মকর্তা সুজয় পাল, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকতা ডাক্তার ফজলে রাব্বি, শিক্ষা কর্মকর্তা তৌফিক আজিজ, প্রাণিসম্পদ কর্মকর্তা  ডাক্তার আমিরুল ইসলাম, মহিলা শিশু বিষয়ক কর্মকর্তা বরুণ চন্দ্র পাল, আনসার ও ভিডিপি কর্মকর্তা নিরুপমা সরকার।   এছাড়াও উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান জিল্লুর রহমান, নাহিদ সুলতানা তৃপ্তি, গোলাম মোস্তফা, আওয়ামী লীগের নেতা রফিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক  ব্যক্তিত্ব, সাংবাদিক,সাহিত্যক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং ছাত্রছাত্রী সহ বিভিন্ন ইলেকট্রিক প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।   আলোচনা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।