বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্য অর্জনের জন্য একসঙ্গে কাজ করছে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ। পাশাপাশি এতে নাগরিক সমাজ, মানবাধিকারকর্মী, সাংবাদিক ও শ্রম অধিকারকর্মীদের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। আরও আছে মানবাধিকার লংঘনের জবাবদিহিতার গুরুত্ব। যুক্তরাষ্ট্রের গণতন্ত্র ও মানবাধিকার বিষয়ক আন্ডার সেক্রেটারি উজরা জেয়ার গত সপ্তাহের বাংলাদেশ সফরে এসবই ছিল জোরালো বিষয়। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে মঙ্গলবার এ কথা বলেছেন মুখপাত্র ম্যাথিউ মিলার।