এপেক্স গ্লোবালের আহবানে সাড়া দিয়ে এপেক্স জেলা -৩ সেচ্ছায় রক্তদান কর্মসূচি আয়োজন করে। ফাতেমা বেগম রেড ক্রিসেন্ট রক্ত কেন্দ্রে আন্দরকিল্লা, চট্টগ্রামে সকাল ১১ টা থেকে এ সেচ্ছায় রক্তদান কর্মসূচি শুরু হয়। (১০ মার্চ রবিবার ) এপেক্স গ্লোবালের আহবানে সাড়া দিয়ে এপেক্স জেলা -৩ সেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন করে।ফাতেমা বেগম রেড ক্রিসেন্ট রক্তদান কেন্দ্রে সকাল ১১টা থেকে সেচ্ছায় রক্তদান কর্মসূচি শুরু হয়। রক্তদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন (এলজিপিএনপি) এপেক্সসিয়ান ডাক্তার মোঃ জবিউল হোসেন, জেলা গভর্নর -৩ এপেক্সসিয়ান মোঃ জামাল হোসেন, আইপিডিজি শেখ আখতারুজ্জামান পারভেজ, ডিস্টিকট ব্লাড ডোনেশনের চীফ কো- অর্ডিনেটর এপেক্স ক্লাব অফ কর্ণফুলির পিপি এপেক্সসিয়ান জিয়াউল কবির সোহেল। গ্রীন সিটির সাবেক প্রেসিডেন্ট এপেক্সসিয়ান বাবুল রন্জন সাহা।
এপেক্স ক্লাব অফ গ্রীন সিটির ফাউন্ডার এন্ড চার্টার্ড প্রেসিডেন্ট এপেক্সসিয়ান গোলাম কবির। ডিস্ট্রিকট ব্লাড ডোনেশনের কো- অর্ডিনেটর এপেক্স ক্লাব চট্টগ্রামের সার্ভিস ডিরেক্টর এপেক্সসিয়ান জাকারিয়া চৌধুরী যুবরাজ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফাতেমা বেগম রক্তদান কেন্দ্রের ইনচার্জ ডাঃ মেজবাহ উদ্দিন, ফাতেমা বেগম রেড ক্রিসেন্ট রক্তদান কেন্দ্রের প্রোগ্রাম অর্গানাইজার মোহাম্মদ জসিম উদ্দিন এবং মেহরাজ হাবিব চৌধুরী সহ প্রমুখ।