এম আব্দুর রাজ্জাক উত্তরবঙ্গ থেকে :


কিশোরগঞ্জের হাওরের উন্নয়ন নিয়ে নানা বিভ্রান্তিমূলক তথ্য প্রচার করা হচ্ছে মন্তব্য করে এ বিষয়ে সতর্ক থাকতে বলেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। একই সঙ্গে পরিবেশের ভারসাম্য রক্ষায় প্লাস্টিক বর্জ্য ও পলিথিন ব্যবহারে জনপ্রতিনিধিসহ সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি।

তিনি বলেন, ‘প্লাস্টিক বর্জ্য ও পলিথিনের ব্যবহার যাতে হাওর এলাকার পর্যটনের পরিবেশ নষ্ট না করে, সেদিকে খেয়াল রাখতে হবে। পরিবেশ রক্ষায় সবাইকে সতর্ক থাকতে হবে।’

অষ্টগ্রাম উপজেলা অডিটরিয়াম ভবনে মঙ্গলবার রাতে বিভিন্ন পেশাজীবী সংগঠন, স্থানীয় জনপ্রতিনিধি ও সুধীজনের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন রাষ্ট্রপতি।

তিনি বলেন, ‘হাওরের উন্নয়ন নিয়ে নানা ধরনের বিভ্রান্তিমূলক তথ্য প্রচার করা হচ্ছে, সেই ব্যাপারে আপনাদের সতর্ক থাকতে হবে। এ ছাড়া পরিবেশ রক্ষা করে অর্থনীতি ও জীবনমানের কীভাবে উন্নয়ন করা যায়, সেই লক্ষ্যে সবাইকে একযোগে কাজ করতে হবে।’

স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনীতিবিদদের উদ্দেশে বলেন, ‘আপনারা জনগণ ও ভোটারদের প্রশ্ন করুন, আপনাদের প্রতি তাদের কোনো অভিযোগ আছে কি না। তাহলে জনগণ ও রাজনীতিবিদদের মধ্যে সুসম্পর্ক ও জবাবদিহির পরিবেশ তৈরি হবে এবং দেশের উন্নয়ন ত্বরান্বিত হবে।’

বিশ্বজুড়ে পরিবেশবিষয়ক চিন্তাধারায় টেকসই উন্নয়নের ধারণা শক্তিশালী হয়েছে উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, ‘পরিবেশ ধ্বংস করে যাতে উন্নয়ন না করা হয়, সেদিকে খেয়াল রাখতে হবে।’

এর আগে বিকেলে রাষ্ট্রপতি মিঠামইন-অষ্টগ্রাম সড়কের ভাতশলা সেতু পরিদর্শন করেন। পরে এই মহাসড়কের ‘আই লাভ অষ্টগ্রাম’ পয়েন্টে ‘পর্যটনে অষ্টগ্রাম’-এর শুভ উদ্বোধন করেন। এরপর অষ্টগ্রামে রাষ্ট্রপতি আবদুল হামিদ সেতু পরিদর্শন করেন তিনি।

এ সময় কিশোরগঞ্জ-৫ (নিকলী-বাজিতপুর) আসনের সংসদ সদস্য আফজাল হোসেন, কি‌শোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আস‌নের সংসদ সদস্য প্রকৌশলী রেজওয়ান আহাম্মদ তৌফিক, জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম, পু‌লিশ সুপার মোহাম্মদ রা‌সেল শেখ, জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জিল্লুর রহমানসহ স্থানীয় জনপ্রতিনিধি এবং প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।