ঢাকা: কথাসাহিত্যিক ঔপন্যাসিক শিব্বীর আহমেদ এর মুক্তিযুদ্ধের স্বপক্ষের ৭টি বই এখন একুশের বইমেলা ২০২৪ এ পাওয়া যাচ্ছে। এই বইগুলো মূলত: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়, মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধের স্বপক্ষ শক্তিকে নিয়ে প্রকাশ করা হয়েছে
২০২০ সালের বইমেলায় সময় প্রকাশন থেকে প্রকাশিত হয়েছে ‘ক্ষণিক দাঁড়াও পথিক’ এবং ‘অগ্নিঝরা স্লোগান জয়বাংলার উৎস উৎপত্তি ও ইতিহাস’। ‘ক্ষণিক দাঁড়াও পথিক’ একটি ভ্রমণকাহিনি যা বঙ্গবন্ধুর জন্মভূমি টুঙ্গিপাড়া সফর নিয়ে লেখা এবং ‘অগ্নিঝরা স্লোগান জয়বাংলার উৎস উৎপত্তি ও ইতিহাস’ একটি গবেষণালব্ধ বই যেখানে জয়বাংলা স্লোগানের উৎস উৎপত্তি ও ইতিহাস তুলে ধরবার চেষ্টা করা হয়েছে। বই ২টি একুশের বইমেলা ২০২৪ এ সময় প্রকাশন প্যাভিলিয়ন নাম্বার ৩০ এ পাওয়া যাচ্ছে। বই ২টির কভার করেছেন ঋষি ধ্রুব এষ।
‘নির্বাচিত কলাম’ বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং মুক্তিযুদ্ধের পক্ষ নিয়ে লেখা বিভিন্ন কলাম যেগুলো দেশে ও প্রবাসের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে সেখান থেকে বাছাই করে বইটি ২০২৩ সালের বইমেলায় প্রকাশ করেছে অন্বয় প্রকাশ। বইটি এবার একুশের বইমেলা ২০২৪ এ অন্বয় প্রকাশ স্টল নাম্বার ৯/১০ এ পাওয়া যাচ্ছে। বইটির প্রচ্ছদ করেছে রুদ্র কায়সার।
ওয়াশিংটনে ২০০৬-২০০৮ পর্যন্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিভিন্ন অনুষ্ঠানে নিজের তোলা ছবি নিয়ে ২০২৩ নিউইয়র্ক আর্ন্তজাতিক বাংলা বইমেলায় অনন্যা বের করেছে ফটোবই ‘অদম্য শেখ হাসিনা - Indomitable Sheikh Hasina’। ফটোবইটি এবার একুশের বইমেলা ২০২৪ এ অনন্যা প্যাভিলিয়ন ৩০ এ পাওয়া যাচ্ছে। বইটির প্রচ্ছদ করেছে শিব্বীর আহমেদ।
সোস্যাল মিডিয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আইসিটি বিয়ষক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের বিভিন্ন পোস্ট নিয়ে শিব্বীর আহমেদ এর সম্পাদনায় ২০২৩ নিউইয়র্ক আর্ন্তজাতিক বাংলা বইমেলায় বই বের করেছে অনন্যা। বইটি এবার একুশের বইমেলা ২০২৪ এ অনন্যা প্যাভিলিয়ন ৩০ এ পাওয়া যাচ্ছে। বইটির প্রচ্ছদ করেছে শিব্বীর আহমেদ।
সোস্যাল মিডিয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আইসিটি বিয়ষক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের বিভিন্ন পোস্টকে কেন্দ্র করে গণমাধ্যমে প্রকাশিত বিভিন্ন সংবাদ নিয়ে শিব্বীর আহমেদ এর সম্পাদনায় ২০২৪ একুশের বইমেলায় ‘সজীব ওয়াজেদ জয়বার্তা’ বই বের করেছে অনন্যা। বইটি এবার একুশের বইমেলা ২০২৪ এ অনন্যা প্যাভিলিয়ন ৩০ এ পাওয়া যাচ্ছে। বইটির প্রচ্ছদ করেছে শিব্বীর আহমেদ।
একাত্তরের মহান স্বাধীনতা যুদ্ধের সত্য ঘটনা অবলম্বনে রচিত শিব্বীর আহমেদ এর মুক্তিযুদ্ধের উপন্যাস ‘একাত্তরের যোদ্ধা’ ২০২৩ একুশের বইমেলায় প্রকাশ করেছে তুর্য প্রকাশ। বইটির প্রচ্ছদ করেছে মশিউর রহমান। বইটি এবার একুশের বইমেলা ২০২৪ এ অনন্যা প্যাভিলিয়ন ৩০ এ পাওয়া যাচ্ছে।
শিব্বীর আহমেদ কুমিল্লা-৯ আসনের (লাকসাম-মনোহরগঞ্জ) সাবেক প্রাদেশিক পরিষদ সদস্য, জাতীয় সংসদের সাবেক সদস্য গেরিলা মুক্তিযোদ্ধা, বাংলাদেশের সংবিধান স্বাক্ষরকারী মরহুম আলহাজ¦ জালাল আহমেদ’র সন্তান। তিনি বাংলাদেশ থেকে ম্যানেজম্যান্টে মাষ্টার্স অব কমার্স (এমকম) এবং যুক্তরাষ্ট্র থেকে সফটওয়ার ইঞ্জিনিয়ারিং এ মাষ্টার্স অব সফটওয়ার সিষ্টেম (এমএসএস) ডিগ্রী অর্জন করেন।
সাংবাদিকতা, সাহিত্য, সাংস্কৃতিক, কমিউনিটি সেবা এবং কর্মক্ষেত্রে বিশেষ আবদানের জন্য শিব্বীর আহমেদ যুক্তরাষ্ট্রে ক্লোজআপ ওয়ান অ্যাওয়ার্ড, ফোবানা অ্যাওয়ার্ড, গুড সিটিজেন অ্যাওয়ার্ড, একতারা অ্যাওয়ার্ড, বাংলা নববর্ষ সম্মাননা সহ নানা অ্যাওয়ার্ড লাভ করেন। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে শিব্বীর আহমেদ ’বজ্রকন্ঠে স্বাধীনতা’ এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকি উপলক্ষে রচনা করেন গান ’শ্রেষ্ঠ সন্তান’।
বঙ্গবন্ধু, শেখ হাসিনা, সজীব ওয়াজেদ জয় ও মুক্তিযুদ্ধ নিয়ে বইমেলায় শিব্বীর আহমেদ’র ৭টি বই
প্রকাশিত: ২৬ এপ্রিল, ২০২৫, ০৪:৩১ পিএম

সারাবাংলা রিলেটেড নিউজ

বগুড়ার আদমদিঘী উপজেলা সহকারী কমিশনার ( ভূমি ) রাকিব হাসান চৌধুরীর যোগদান

ফোবানা কেন্দ্রীয় কমিটির বিশেষ সতর্কবার্তা

৩ দিনের সফরে মহাস্থানগড় পরিদর্শন করলেন ইরানের রাষ্ট্রদূত

হেলিকপ্টারে কুড়িগ্রাম থেকে বধু নিয়ে গেল নেত্রকোনার এক হরিজন যুবক

আদমদিঘী ও সান্তাহারে পূজামন্ডপ পরিদর্শন করেছেন বগুড়া পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী

বগুড়ায় আনন্দ শোভাযাত্রা ও র্যালীতে বর্ষবরন উদযাপন

আলমডাঙ্গা পৌর স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কুপিয়ে হত্যা

শেখ হাসিনার পালানোর খবর তখনও জানতেন না সেনাপ্রধান