নিউ ইয়র্ক: লেখক সাংবাদিক শিব্বীর আহমেদ এর সদ্য প্রকাশিত ফটো অ্যালবাম 'অদম্য শেখ হাসিনা' একটি ঐতিহাসিক দলিল হয়ে থাকবে। বিশেষ করে যুক্তরাষ্ট্র প্রবাসীদের জন্য এই অ্যালবামটি বিশেষ গুরুত্ব বহন করবে বলে জানিয়েছেন শিব্বীর আহমেদ । ২০০৬ সালের উত্তাল রাজনৈতিক পটভূমির পর ১/১১ এর তত্ত্বাবধায়ক সরকারের আমল এবং নবম জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে বর্তমান প্রধানমন্ত্রী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রাহমানের কন্যা জননেত্রী শেখ হাসিনা অসংখ্যবার যুক্তরাষ্ট্র তথা ওয়াশিংটন সফর করেন। তাঁর এই সফরের সময় তিনি যুক্তরাষ্ট্রে মুক্তিযুদ্ধের সপক্ষ শক্তির সাথে নানা বৈঠক আলোচনা সহ নানা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
তাঁর এর সফরের প্রতিটি অনুষ্ঠানে সাংবাদিক শিব্বীর আহমেদ অনুষ্ঠানের সংবাদ সংগ্রহ ও পরিবেশন করেন। দেশের ও প্রবাসের সকল গণমাধ্যমে সাংবাদিক শিব্বীর আহমেদের তোলা ছবি ও সংবাদ সেই সময় বহুলভাবে প্রচারিত হয়। বাংলাদেশের ইতিহাসে ২০০৬- ২০০৮ সালের এই গুরুত্বপূর্ণ সময়ে শিব্বীর আহমেদ হোয়াইট হাউজ, স্টেট ডিপার্টমেন্ট, কংগ্রেস, সিনেট, কমার্স ডিপার্টমেন্ট সহ যুক্তরাষ্ট্রে সাংবাদিক হিসাবে কাজ করেন এবং নিজের তোলা ছবি, ভিডিও ও সংবাদ দেশের ও প্রবাসের গণমাধ্যমে প্রচার করেন।
২০০৬- ২০০৮ সালে সাংবাদিক শিব্বীর আহমেদ প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিভিন্ন অনুষ্ঠানের কয়েক হাজার ছবি তোলেন এবং সেই ছবিগুলো থেকে বাছাই করে প্রায় ১ হাজার ছবি দিয়ে সাজানো হয়েছে `অদম্য শেখ হাসিনা' ফটো অ্যালবামটি যা মুক্তিযুদ্ধের স্বপক্ষ শক্তির জন্য একটি ঐতিহাসিক দলিল হিসাবে চিরকাল থেকে যাবে। অ্যালবামটিতে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠন সহ সমমনা মুক্তিযুদ্ধের স্বপক্ষ তৎকালীন পরীক্ষিত নেতাকর্মীদের ছবি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে স্থান পেয়েছে।
এছাড়াও জননেত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়, স্ত্রী ক্রিস্টিনা ওভামায়ার জয়, কন্যা সুফিয়া রেহানা ওয়াজেদের নানা ছবি স্থান পেয়েছে। এছাড়াও সে সময় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সফরসঙ্গীদের ছবিও ফটোবুক বইটিতে স্থান পেয়েছে।
`অদম্য শেখ হাসিনা' ফটো অ্যালবামটি প্রকাশ করেছে দেশের শীর্ষস্থানীয় প্রকাশনা প্রতিষ্ঠান অনন্য। অ্যালবামটির প্রচ্ছদ ও অনলংকরণ করেছেন লেখক সাংবাদিক শিব্বীর আহমেদ নিজেই। `অদম্য শেখ হাসিনা' ফটো অ্যালবামটির বিক্রয় মূল্য ৪ হাজার টাকা মাত্র। রকমারি.কম অনলাইনে ১৪% ছাড়মূল্যে পাওয়া যাচ্ছে।
রকমারি.কম লিংক: https://www.rokomari.com/book/
অদম্য শেখ হাসিনা - একটি ঐতিহাসিক দলিল
প্রকাশিত: ২৬ এপ্রিল, ২০২৫, ০২:৪২ এএম
.jpg)
সারাবাংলা রিলেটেড নিউজ

Benefits of Multiculturism and Diversity in Global and Domestic Niche Markets

নতুন বছরের শুরুতেই মৃত্যুর তালিকায় প্রথম সংযোজিত হলো বাংলাদেশের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী অঞ্জনা রহমান

নিষিদ্ধ হচ্ছে জামায়াত-শিবির ‘কোনো দল অন্য দলের বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে না’

বাংলাদেশ লিবারেশন ওয়ার ভেটারন্স’র আলোচনা সভায় সকল দূতাবাস ও মিশনে মুক্তিযোদ্ধা কর্ণার প্রতিষ্ঠার দাবি

প্রধানমন্ত্রীর বক্তব্যের পর মার্কিন দূতাবাস, বাংলাদেশের সার্বভৌমত্বকে সম্মান করে যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের পদক্ষেপ কী তারেক ও জামাতের সহিংসতা থামবে?: সেমিনারে বিশেষজ্ঞদের প্রশ্ন

বৈশ্বিক অর্থনৈতিক সঙ্কট কাটিয়ে উঠতে আর্থিক ব্যবস্থার পুনর্গঠন চাইলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

একটি বিপ্লবের ইতিকথা: শেখ হাসিনার পতন --- ড. মেহযেব চৌধুরী