এম আব্দুর রাজ্জাক, বগুড়া থেকে : (১৪ ডিসেম্বর, বৃহস্পতিবার ) ৪ ঘটিকায় শহিদ বুদ্ধিজীবী দিবস, ২০২৩ উপলক্ষে মহান মুক্তিযুদ্ধে শহিদ বুদ্ধিজীবীদের স্মরণে বগুড়া সদর উপজেলার ফাঁপর ইউনিয়ন পরিষদে অবস্থিত বধ্যভূমির উপর নির্মিত স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, প্রদীপ প্রজ্জ্বলন ও পার্শ্ববর্তী চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা প্রশাসক সাইফুল ইসলাম।এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুদীপ কুমার চক্রবর্ত্তী, বিপিএম (সেবা), পিপিএম, পুলিশ সুপার, বগুড়া (সদ্য অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত); ডা. মোহাম্মাদ শফিউল আজম, সিভিল সার্জন, বগুড়া; বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন বাবলু, সাবেক জেলা কমান্ডার, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, জেলা ইউনিট কমান্ড, বগুড়া; মেহেদী হাসান, চেয়ারম্যান, ফাঁপোড় ইউনিয়ন পরিষদ।উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফিরোজা পারভীন, উপজেলা নির্বাহী অফিসার, বগুড়া সদর।
প্রথমে শহীদ বুদ্ধিজীবীদের উদ্দেশ্যে সম্মানিত অতিথিবৃন্দ শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন ও পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ শহিদ বুদ্ধিজীবীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রদীপ প্রজ্জ্বলন করেন।