গতকাল শুক্রবার হঠাৎ করেই বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন ‘শিসকন্যা’ অবন্তি সিঁথি। ঢাকার মিরপুরের একটি কনভেনশন সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে অবন্তির কাছের মানুষ এবং দুই পরিবারের ঘনিষ্ঠজনেরা উপস্থিত ছিলেন। অবন্তি সিঁথির বর অমিত দে লন্ডনপ্রবাসী, সেখানকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করেন। শখের বশে গানও করেন। গানের সূত্রের দুজনের পরিচয়। অবন্তি বলেন, ‘পরিচয়টা গানের সূত্রে হলেও বিয়ের ব্যাপারটি পারিবারিকভাবে এগিয়েছে। পরিচয়ের পর আমাদের মধ্যে কথাবার্তা হয়েছে। অমিতের ভাবনাচিন্তা আমাকে মুগ্ধ করেছে। চাকরি করলেও সে একজন সংগীতের মানুষ। মনে মনে এমন একজন মানুষকে জীবনসঙ্গী হিসেবে চেয়েছি। সৃষ্টিকর্তা আমায় তেমন একজন মানুষকে চলার পথের সঙ্গী করে দিয়েছেন। সবার কাছে আমাদের নতুন জীবনের জন্য আশীর্বাদ চাই।’ ২০০৬ সালে ‘ক্লোজআপ ওয়ান’ প্রতিযোগিতায় নিজের নাম লেখালেও সেবার খুব বেশি দূর যেতে পারেননি অবন্তি। এরপর ২০১২ সালে আবারও নাম লেখান এবং সেরা দশে জায়গা করে নেন। তবে পরিচিতি পান জি বাংলার সংগীতবিষয়ক রিয়্যালিটি শো ‘সারেগামাপা’তে অংশ নিয়ে। ‘নেটওয়ার্কের বাইরে’ ও ‘উনিশ ২০’ ওয়েব ফিল্মে অবন্তির গাওয়া ‘রূপকথার জগতে’ ও ‘পাখি পাখি মন’ গান দুটি তার পরিচিতি আরও এগিয়ে দেয়।
বিয়ে করলেন ‘শিসকন্যা’ অবন্তি সিঁথি
প্রকাশিত: ২৬ এপ্রিল, ২০২৫, ০৩:২৫ পিএম

সারাবাংলা রিলেটেড নিউজ

দেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল করতে সবাইকে আন্তরিকতার সাথে কাজ করার আহ্বান তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের

এ আর রহমানের বিরুদ্ধে মামলা করবে কাজী নজরুলের পরিবার

নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেল-এ 'ঐতিহাসিক ৭ই মার্চ' উদযাপন

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী
.jpg)
May the joyful rays of the auspicious light of the New Year illuminate your heart

নিজের ঢোলে নিজে পিটাই----হুমায়ূন কবীর ঢালী

চলে গেলেন মহান মুক্তিযুদ্ধের আরো এক কিংবদন্তী ডা. জাফরুল্লাহ চৌধুরী

সাংবাদিক মাইন উদ্দিন আহমেদ স্মরণে নিউইয়র্কে বিশেষ সভা