এম আব্দুর রাজ্জাক বগুড়া থেকে 

শনিবার(৪ জুন )
ঠাকুরগাঁয়ের গরিবের ডাক্তার বলে খ্যাত শিশু বিশেষজ্ঞ ডাক্তার শাহজাহান মেয়াদের শেষ কর্মদিবসে প্রেসক্লাবের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। শনিবার ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে তাকে ফুলেল শুভেচ্ছা জানান প্রেস ক্লাবের সভাপতি মনসুর আলী এবং সাধারণ সম্পাদক লুৎফর রহমান মিঠু সহ অন্যান্য সদস্যরা। এর আগের দিনের শুরুতেই ডাক্তার শাহাজান নেওয়াজ হাসপাতালে দায়িত্ব পালনে যোগ দেন।

দিনব্যাপী বিভিন্ন রোগীর সেবা দানের মধ্য দিয়ে কর্মদিবসের সমাপ্তি টানেন এই চিকিৎসক। অন্যদিকে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের পক্ষ থেকে শাহজাহান নেওয়াজকে অবসরজনিত বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে হাসপাতালের তত্ত্বাবধায়ক আখতারুজ্জামান জুয়েলের সভাপতিত্বে বক্তব্য দেন, রংপুর স্বাস্থ্য বিভাগের পরিচালক ডাক্তার জাকির ইসলাম, স্বাস্থ্য অধিদপ্তরের উপ-পরিচালক ডাক্তার নাজিরুল আজিজ, ঠাকুরগাঁও এর সভাপতি ডাক্তার আবু মোঃ খায়রুল কবীর, জেলার স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি ডাক্তার রিয়াজুল ইসলাম, বিদায়ী অতিথি ডাক্তার শাহনেওয়াজ, হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার রাকিবুল ইসলাম প্রমুখ।