এম আব্দুর রাজ্জাক, বগুড়া থেকে : বগুড়া জেলার  আদমদিঘী উপজেলার ০১ নং ছাতিয়ানগ্রাম ইউনিয়নের ছাতিয়ানগ্রাম বালিকা উচ্চ বিদ‍্যালয়ে (১৪ অক্টোবর শনিবার ) সকাল ১০ ঘটিকায় বেডো সমৃদ্ধি কর্মসূচি, স্বাস্থ্য সেবা ও পুষ্টি কাযক্রমের আওতায় একদিনের  স্বাস্থ্য ক‍্যাম্পের শুভ উদ্বোধন এবং সভাপতিত্ব  করেন বাংলাদেশ আওয়ামী লীগ আদমদিঘী উপজেলা শাখার সহ- সভাপতি  এবং ছাতিয়ানগ্রাম ইউপি চেয়ারম্যান আব্দুল হক আবূু। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. তানিম আহমেদ  নির্বাহী পরিচালক বেডো।এছাড়াও  উপস্থিত ছিলেন এ এইচ এম সাইফুল ইসলাম সমৃদ্ধি কর্মসূচি সমন্বয়কারী বেডো ছাতিয়ানগ্রাম, আওয়ামী লীগের সভাপতি  শেখ জালাল উদ্দিন, ডা, রহুল আমিন সমৃদ্ধি স্বাস্থ্য কর্মকর্তা, সোহেল রানা ব‍্যবস্হাপক বেডো জেনারেল হাসপাতাল, ডা, সামান আরাফাত চৌধুরী মেডিসিন বিশেজ্ঞ, ডা. ওহিদুজ্জামান শিশু বিশেজ্ঞ, ছাতিয়ানগ্রাম ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক  ফজলে রাব্বি, ইউপি সদস্য  আনোয়ার হোসেন জীবন, বগুড়ার সাংবাদিক  এম আব্দুর রাজ্জাক, এছাড়াও স্বাস্থ্য সেবিকাদের মধ্যে  উপস্থিত ছিলেন জেসমিন  আকতার, ফেন্সী আকতার, রুমা আকতার।এছাড়াও সুবিধা ব‍‍ঞ্চিত মানুষের দার গোড়ায় স্বাস্থ্য সেবা পৌঁছে  দিতে বেডো জেনারেল হাসপাতাল রয়েছে। সেখানে বিশেজ্ঞ ডা. দ্বারা মাত্র ২০০ ফি দিয়ে নিয়মিত দেখছেন এবং  সকল প্রকার  অপারেশন করছেন। আজ এ অনুষ্ঠানে মাত্র ১০ টাকা ফি দিয়ে এবং বেডো সমৃদ্ধি স্বাস্থ্য কার্ড ধারীদের মাঝে চিকিৎসা ও বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়। আজ প্রায় ৩ শতাধিক মানুষের মাঝে চিকিৎসা প্রদান করেন বেডো  সমৃদ্ধি, স্বাস্থ্য সেবা ও পুষ্টি কাযত্রম আওতায় স্বাস্থ্য ক‍্যাম্প। সহযোগিতায় : পিকেএসএফ।