এম আব্দুর রাজ্জাক উত্তরবঙ্গ থেকে :
বগুড়া পুলিশ সুপারের কার্যালয়ে স্থাপন করা হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মরণে ‘মুজিব কর্নার’। শনিবার রাত ৮টার দিকে মুজিব কর্নারের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। জেলা পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তীর পরিকল্পনা ও বাস্তবায়নে এ কর্নারের উদ্বোধন করেন রাজশাহী রেঞ্জের ডিআইজি আব্দুল বাতেন। উদ্বোধনকালে তিনি বলেন, ‘ছোট পরিসরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক জীবন তুলে ধরা হয়েছে এই মুজিব কর্নারে। এটি চমৎকার উদ্যোগ। শুধু পুলিশ নয় সর্বস্তরের জনগণ যখন এই কার্যালয়ে সেবা নিতে আসবেন তখন তারা সবাই মুজিব কর্নারের মাধ্যমে অনেক কিছু শিখতে পারবেন। এই মহতী উদ্যোগের জন্য পুলিশ সুপারসহ তার টিমকে ধন্যবাদ জানাই।’ মুজিব কর্নারে মূলত ১৯৫২ সালের ভাষা আন্দোলন, ১৯৬৬ সালের ছয় দফা, ১৯৬৯ সালের আগরতলা ষড়যন্ত্র ও জাতির পিতার বঙ্গবন্ধু উপাধি অর্জন, ১৯৭১ সালে স্বাধীনতা ঘোষণা ও ১৯৭২ সালে তাঁর স্বদেশ প্রত্যাবর্তন দিবস ছবির মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। এছাড়া জাতি পিতার দুর্লভ ছবিও স্থান পেয়েছে এই মুজিব কর্নারে।
উদ্বোধনকালে পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আব্দুর রশিদ, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোতাহার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) হেলেনা আকতার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শরাফত ইসলাম, শিবগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার তানভীর হাসান, গাবতলী সার্কেলের সহকারী পুলিশ সুপার নিয়াজ মেহেদী, ডিবির ওসি সাইহান ওলিউল্লাহ ও সদর থানার ওসি সেলিম রেজা উপস্থিত ছিলেন।
বগুড়া পুলিশ সুপারের কার্যালয়ে মুজিব কর্নারের উদ্বোধন!
প্রকাশিত: ০৪ মে, ২০২৫, ১১:৩৪ এএম

সারাবাংলা রিলেটেড নিউজ

সান্তাহার হার্ভে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন

গাইবান্ধায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন উদ্বোধন করেন মাহাবুব আরা গিনি এমপি

বগুড়া ঘুষ দুর্নীতিমুক্ত জেলা হবে ঘোষণা - জেলা প্রশাসক হোসনা আফরোজ

আদমদীঘিতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের অর্থ সহায়তা প্রদান

ইতালির সারদিনিয়ায় শিক্ষার্থীদের মাঝে ব্যাপক সাড়া জাগায় বাংলাদেশের উপর প্রেজেন্টেশান

দেশে যত অন্যায় হয়েছে ৯০ ভাগ শেখ হাসিনা নিজে করেছেন: কাদের সিদ্দিকী

শাহজাদপুরে জেলা প্রশাসককে বিদায় সংবর্ধনা প্রদান

নিজের বিয়েতে এতিম শিশুদের নিয়ে ব্যতিক্রমী আয়োজন করলেন জয়পুরহাটের এ্যানি