১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৮ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয়ের আলোচনা সভা।ইউনিভার্সিটি অব ব্রাহ্মণবাড়িয়ার উপাচার্য (ভারপ্রাপ্ত) প্রফেসর ফাহিমা খাতুন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজ এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জনাব র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলার সুযোগ্য জেলা প্রশাসক জনাব মোঃ শাহগীর আলম এবং মাননীয় পুলিশ সুপার জনাব মোহাম্মদ শাখাওয়াত হোসেন। এছাড়াও বিভিন্ন কলেজের অধ্যক্ষ, উপাধ্যক্ষ এবং সম্মানিত ব্যক্তিবর্গ সহ ব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয়ের সকল ফ্যাকাল্টি মেম্বার এবং কর্মকর্তাগণ উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে বিশেষ বক্তব্য রাখেন প্রভাষক ইফতেখার হায়দার নূরেন , ইইই বিভাগ ইউনিভার্সিটি অফ ব্রাহ্মণবাড়িয়া ।