এম আব্দুর রাজ্জাক, বগুড়া থেকে : বগুড়ার আদমদীঘির ছাতিয়ানগ্রাম ইউনিয়ন যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে উপজেলার ছাতিয়ানগ্রাম বাজার চত্বরে সম্মেলনটি হয়। ছাতিয়ানগ্রাম ইউনিয়ন যুবলীগের সভাপতি উজ্জল হোসেনের সভাপতিত্বে ও এম এ হান্নানেরসঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা যুবলীগের সভাপতি শুভাশিষ পোদ্দার লিটন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা যুবলীগের সাধারন সম্পাদক আমিনুল ইসলাম ডাবলু। অনুষ্ঠানেরউদ্ধোধক ছিলেন উপজেলা যুবলীগের সভাপতি শাহিনুর রহমান মন্টি, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক ও আদমদীঘি ইউপি চেয়ারম্যান জিল্লুর রহমান। আদমদিঘী উপজেলা আওয়ামী লীগের সভাপতি  ও উপজেলা পরিষদের চেয়ারম্যান সিরাজুল ইসলাম খান রাজু, অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেলা যুবলীগের যুগ্ম সম্পাদক সাজেদুর রহমান সিজু, সৈয়দ শফিকুল ইসলাম বুলু, আব্দুল আলিম, শেখ শরিফুল ইসলাম পিয়াল, তুনাজিন আলম সৌরভ, আবু জোবায়ের, সাংগঠনিক সম্পাদক প্রভাষক কাওছার হামিদ রুবেল, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আবু রেজা খান, ছাতিয়ানগ্রাম ইউপিচেয়ারম্যান আব্দুল হক আবু, আওযামীলীগ নেতা ও সান্তাহার ইউপি চেয়ারম্যান নাহিদ সুলতানা তৃপ্তি, মাজাহারুল ইসলাম বুলবুল, ছাতিয়ানগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের  সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম, উপজেলা যুবলীগের সহ সভাপতি আব্দুর রাজ্জাক, যুগ্ম সাধারন সম্পাদক জুয়েল মাহমুদ, সিহাব হোসেন, সাংগঠনিক গুলজার রহমান, সাহাবুদ্দিন কাঞ্চন প্রমুখ।