এম আব্দুর রাজ্জাক, বগুড়া থেকে : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, বর্তমান সরকার বিগত ১৪ বছরে দেশের যে উন্নয়ন করেছে আমি মনে করি অন্য কোনো সরকার ৪০ বছরেও তা করতে পারেনি। শনিবার (২৪ জুন) সকালে বগুড়া শহরের শহীদ টিটু মিলনায়তনে বগুড়া স্মার্ট কর্মসংস্থান মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।প্রতিমন্ত্রী বলেন, বিগত দিনে যারা বগুড়ার উন্নয়নের জন্য ভাবেননি, তাদের জায়গায় আওয়ামী লীগ সেই উন্নয়ন করে যাবে। এরই ধারাবাহিকতায় বগুড়া জেলাকে স্মার্ট ও উন্নত জেলা হিসেবে গড়ে তুলতে জেলার বেকার সমস্যা সমাধান, প্রযুক্তিতে আরও উন্নতি সাধনের লক্ষ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের তত্ত্বাবধানে ও বগুড়া জেলা প্রশাসনের উদ্যোগে এ মেলার আয়োজন করা হয়েছে। বগুড়া স্মার্ট কর্মসংস্থান মেলার উদ্বোধন করেন বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য রাগেবুল আহসান রিপু। অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন জেলা প্রশাসক সাইফুল ইসলাম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়া-৪ আসনের সংসদ সদস্য রেজাউল করিম তানসেন, জেলার পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী, জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান মজনু, বগুড়া চেম্বারের সভাপতি মাসুদুর রহমান মিলন, শেখ রাসেল ডিজিটাল ল্যাবের প্রকল্প পরিচালক এসএম রফিকুল নবী, তথ্য ও যোগাযোগ অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক এএসএম রেজাউল করিম। উদ্যোক্তাদের মধ্যে বক্তব্য রাখেন নাবিল ইসলাম, মনিরা খাতুন, মিজানুর রহমান ও আঁখি আকতার।
প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বগুড়ায় শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার ও বগুড়া হাইটেক পার্কের প্রস্তাবিত জায়গা পরিদর্শন এবং বগুড়া সদর উপজেলা পরিষদে ডিজিটাল সংযোগ স্থাপন (ইডিসি) প্রকল্পের আওতায় ১২টি উপজেলায় জয় সিট সেন্টারের ভিত্তি প্রস্তর স্থাপন করেন।এর আগে নন্দীগ্রাম উপজেলা পরিষদের পঞ্চমতলায় দুই কোটি টাকা ব্যয়ে ডিজিটাল সংযোগ স্থাপনে জয় সেট সেন্টারের ভিত্তি প্রস্তর স্থাপন করেন প্রতিমন্ত্রী।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ, উপজেলা নির্বাহী কর্মকর্তা শিফা নুসরাত, সহকারী কমিশনার (ভূমি) রায়হানুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন রানা, সাধারণ সম্পাদক ও মেয়র আনিছুর রহমান, ওসি আনোয়ার হোসেন প্রমুখ।