জেলা প্রতিনিধি,চুয়াডাঙ্গাঃ ঃটানা ২৩ দিন তীব্র তাপপ্রবাহে বিপর্যস্ত চুয়াডাঙ্গায় জনজীবনে কিছুটা স্বস্তি ফিরিয়ে আনলো প্রায় ১৫ মিনিটের বৃষ্টি। সোমবার (২৪ এপ্রিল) বেলা পৌনে ৩টা থেকে ৩টা পর্যন্ত হালকা হওয়ার সঙ্গে এক পশলা বৃষ্টি জেলার জনসাধারণের মাঝে কিছুটা স্বস্তি ফিরিয়ে আনে। বর্তমানে পুরো জেলায় মেঘলা আবহাওয়া সঙ্গে সঙ্গে ঠাণ্ডা বাতাস বয়ে যাচ্ছে।
চুয়াডাঙ্গা প্রথম শ্রেণীর আবহাওয়া পর্যবেক্ষণাগার সূত্রে জানা যায়, সোমবার (২৪ এপ্রিল) বেলা ৩ টায় ৩৪ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। এসময় বাতাসের আর্দ্রতা ছিল ৮৫ শতাংশ। এদিন সন্ধ্যা ৬টায় ৩৪ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়, সেসময় বাতাসের আর্দ্রতা ছিল ৮১ শতাংশ। বৃষ্টির পরিমাণ ছিল শূন্য দশমিক ৭ মিলিমিটার। চুয়াডাঙ্গার প্রথম শ্রেণীর আবহাওয়া পর্যবেক্ষণাগারের ইনচার্জ জামিনুর রহমান জানান, পরবর্তী দিনগুলোতে আবহাওয়ার কিছুটা তারতম্য ঘটবে।